শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ১২:৪৩ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ১২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবির সুফিয়া কামাল হলে আগুন

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। হলের প্রদীপ্ত ব্লকের ৮ তলার ৮০৬ নাম্বার রুমে আগুনের সূত্রপাত হয়। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে৷ তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

হলের আবাসিক শিক্ষক ড. মহসিনা আক্তার খানম জানান, সোমবার (১৮ অক্টোবর) ওই রুমের একজন আবাসিক ছাত্রী কাপড় আয়রনের মেশিন চালু করে রুম বন্ধ রেখে চলে যায়। আয়রনের তাপে তোষক পুড়ে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন ধরার ১০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আসে।

কয়েকজন শিক্ষার্থী জানান, প্রথমে ৮০৬ নাম্বার রুমে আগুন লাগলে পরে এই আগুন কয়েকটি রুমে ছড়িয়ে পড়ে। আগুন লাগার ২০ মিনিট পর সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, সোমবার একজন ছাত্রী রুমে অবস্থান করেছিলো। সকালে তিনি বের হয়ে যাওয়ার সময় আয়রন মেশিন চালু রেখে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়