লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে “পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প’’ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে (১৯ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা জেন্ডার এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটি (জেমস)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পানেদা আক্তাররের পরিচালনায় সমন্বয়ক ছিলেন জেমস নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী। কর্মশালায় সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
প্রকল্পটির সহযোগি সংস্থা জেমস’র নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী জানান, ভূগর্ভস্থ পানির উৎস থেকে নলকূপ প্রযুক্তির মাধ্যমে ৯৭ ভাগ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়। প্রকল্প এলাকায় জরীপের (স্ক্রিনিং) মাধ্যমে আর্সেনিক দূষণযুক্ত এলাকা চিহ্নিত করা হবে। এতে করে আর্সেনিক দূষণমাত্রার একটি সঠিক চিত্র পাওয়া যাবে।