স্পোর্টস ডেস্ক : [২] সময়ের অন্যতম সেরা এই পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ক্রিকেটার না হলে, হয়তো এখন বড়জোর গুজরাটের কোনো এক পেট্রোল পাম্পের কর্মচারী থাকতেন। এক সাক্ষাৎকারে এমন কথা নিজেই জানিয়েছেন তিনি।
[৩] হার্দিক বলেন, ক্রিকেটে অনেক কিছুই পরিবর্তন করে দেয়। আমি নিজেই তার উদাহরণ। আমি ক্রিকেটার না হলে এখন হয়তো পেট্রোল পাম্পে কাজ করতাম। অমিতাভ বচ্চন আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তাই মুকেশ স্যার আমাদের ডেকেছিল। আমি বাবাকে সঙ্গে নিয়ে দেখা করতে গিয়েছিলাম। বাবা অনেক আনন্দিত ছিলেন। আমি দেখেছি, তিনি কান্না করেননি তারপরও চোখ দিয়ে পানি পড়ছিল।
[৪] আমাদের উন্নতি দেখে তিনি খুবই খুশি। কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি আমরা এই জায়গায় আসতে পারব। - ক্রিকইনফো