শিরোনাম
◈ ট্রেনের ধাক্কায় ফরিদপুরে পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩ ◈ লুকিয়ে ফোন ব্যবহার করায় হাতুড়ি দিয়ে ১০ শিক্ষার্থীর মোবাইল ভাঙলেন শিক্ষক ◈ শরীয়তপুরে ৪৫টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ৪ (ভিডিও) ◈ ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন ◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টার, সুপার স্টার বিতর্ক, কেন্দ্রে শাকিব খান

ইমরুল শাহেদ: এফডিসিতে এখন আলোচনার বিষয় স্টার এবং সুপার স্টার। এই বিতর্ক উসকে দিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি চাঁদপুরে ‘পিয়া রে’ ছবির লোকেশনে বসে গণমাধ্যমকে বলেছেনে, শাকিব খানকে তিনি সুপার স্টার মনে করেন না। তাহলে তার চোখে সুপার স্টার কে? তিনি বলেছেন, সুপার স্টার হলেন সিয়াম ও আরেফিন শুভ। তাহলে প্রশ্ন আসে তিনি শাকিব খানকে নিয়ে কেন পাঁচটি ছবি নির্মাণ করেছেন, যার একটি ‘বিদ্রাহী’ এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি তার মুক্তি পাওয়া ছবিটি হলো ‘চোখ’। সেটিতে তিনি নিয়েছেন নিরব ও রোশানকে।

এছাড়া তিনি বিদেশি নায়িকাদের নিয়ে ছবি বানাতে বেশি আগ্রহী। এরই বা রহস্য কি? এ ব্যাপারেও একটা চাপা ক্ষোভ চিত্রনির্মাতাদের মধ্যে বিরাজ করছে। অন্তরাত্মা ছবির প্রযোজক বলেছেন, শাকিব খানকে নিয়ে নির্মিত ছবি কেবল ঈদেই রিলিজ হতে হবে এমন কোনো কথা নেই। তার ছবি যখনই রিলিজ করা হোক না কেন সেটা মোটামুটি একটা ব্যবসা করবেই। এই আস্থাশীলতা এখনও ঢাকার চলচ্চিত্রের অন্য কোনো তারকা দিতে পারেননি। শাকিব খানের পার্টনার প্রযোজক এবং সম্প্রতি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করা মোহাম্মদ ইকবাল বলেছেন, এখন বাজার কাটতি কোনো তারকা আছেন কি? তিনি ইঙ্গিত করেছেন, ঢাকার চলচ্চিত্র এখন তারকা শূন্য।

স্টার কথাটি বুঝায় বাজার কাটতি দিয়ে, যার সঙ্গে দর্শকের অনুপ্রাস যুক্ত। আর সুপার স্টার হলো তারকার তারকা। নায়ক বাপ্পী চৌধুরী এক সাক্ষাৎকারে বলেছেন, চাপাবাজি করে লাভ নেই। তারকা বলতে এখনও শাকিব খানকেই বুঝায়। তার ছবি দর্শক দেখে। শাকিব খান হলে দর্শক সিনেমা হলে যায়। প্রযোজক পরিবেশক সমিতির নেতা খোরশেদ আলম খসরু বলেছেন, নিন্দুকদের কথায় শাকিব খানের কিছু যায় আসে না। তাতে তার অবস্থানেরও পরিবর্তন হবে না। এই প্রযোজক বর্তমানে শাকিব খানকে নিয়ে ‘গলুই’ নামে অনুদানের অর্থ সহযোগিতায় একটি ছবি নির্মাণ করছেন। সেটি তিনি এ বছরই মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়