শিরোনাম
◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টার, সুপার স্টার বিতর্ক, কেন্দ্রে শাকিব খান

ইমরুল শাহেদ: এফডিসিতে এখন আলোচনার বিষয় স্টার এবং সুপার স্টার। এই বিতর্ক উসকে দিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি চাঁদপুরে ‘পিয়া রে’ ছবির লোকেশনে বসে গণমাধ্যমকে বলেছেনে, শাকিব খানকে তিনি সুপার স্টার মনে করেন না। তাহলে তার চোখে সুপার স্টার কে? তিনি বলেছেন, সুপার স্টার হলেন সিয়াম ও আরেফিন শুভ। তাহলে প্রশ্ন আসে তিনি শাকিব খানকে নিয়ে কেন পাঁচটি ছবি নির্মাণ করেছেন, যার একটি ‘বিদ্রাহী’ এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি তার মুক্তি পাওয়া ছবিটি হলো ‘চোখ’। সেটিতে তিনি নিয়েছেন নিরব ও রোশানকে।

এছাড়া তিনি বিদেশি নায়িকাদের নিয়ে ছবি বানাতে বেশি আগ্রহী। এরই বা রহস্য কি? এ ব্যাপারেও একটা চাপা ক্ষোভ চিত্রনির্মাতাদের মধ্যে বিরাজ করছে। অন্তরাত্মা ছবির প্রযোজক বলেছেন, শাকিব খানকে নিয়ে নির্মিত ছবি কেবল ঈদেই রিলিজ হতে হবে এমন কোনো কথা নেই। তার ছবি যখনই রিলিজ করা হোক না কেন সেটা মোটামুটি একটা ব্যবসা করবেই। এই আস্থাশীলতা এখনও ঢাকার চলচ্চিত্রের অন্য কোনো তারকা দিতে পারেননি। শাকিব খানের পার্টনার প্রযোজক এবং সম্প্রতি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করা মোহাম্মদ ইকবাল বলেছেন, এখন বাজার কাটতি কোনো তারকা আছেন কি? তিনি ইঙ্গিত করেছেন, ঢাকার চলচ্চিত্র এখন তারকা শূন্য।

স্টার কথাটি বুঝায় বাজার কাটতি দিয়ে, যার সঙ্গে দর্শকের অনুপ্রাস যুক্ত। আর সুপার স্টার হলো তারকার তারকা। নায়ক বাপ্পী চৌধুরী এক সাক্ষাৎকারে বলেছেন, চাপাবাজি করে লাভ নেই। তারকা বলতে এখনও শাকিব খানকেই বুঝায়। তার ছবি দর্শক দেখে। শাকিব খান হলে দর্শক সিনেমা হলে যায়। প্রযোজক পরিবেশক সমিতির নেতা খোরশেদ আলম খসরু বলেছেন, নিন্দুকদের কথায় শাকিব খানের কিছু যায় আসে না। তাতে তার অবস্থানেরও পরিবর্তন হবে না। এই প্রযোজক বর্তমানে শাকিব খানকে নিয়ে ‘গলুই’ নামে অনুদানের অর্থ সহযোগিতায় একটি ছবি নির্মাণ করছেন। সেটি তিনি এ বছরই মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়