শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টার, সুপার স্টার বিতর্ক, কেন্দ্রে শাকিব খান

ইমরুল শাহেদ: এফডিসিতে এখন আলোচনার বিষয় স্টার এবং সুপার স্টার। এই বিতর্ক উসকে দিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি চাঁদপুরে ‘পিয়া রে’ ছবির লোকেশনে বসে গণমাধ্যমকে বলেছেনে, শাকিব খানকে তিনি সুপার স্টার মনে করেন না। তাহলে তার চোখে সুপার স্টার কে? তিনি বলেছেন, সুপার স্টার হলেন সিয়াম ও আরেফিন শুভ। তাহলে প্রশ্ন আসে তিনি শাকিব খানকে নিয়ে কেন পাঁচটি ছবি নির্মাণ করেছেন, যার একটি ‘বিদ্রাহী’ এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি তার মুক্তি পাওয়া ছবিটি হলো ‘চোখ’। সেটিতে তিনি নিয়েছেন নিরব ও রোশানকে।

এছাড়া তিনি বিদেশি নায়িকাদের নিয়ে ছবি বানাতে বেশি আগ্রহী। এরই বা রহস্য কি? এ ব্যাপারেও একটা চাপা ক্ষোভ চিত্রনির্মাতাদের মধ্যে বিরাজ করছে। অন্তরাত্মা ছবির প্রযোজক বলেছেন, শাকিব খানকে নিয়ে নির্মিত ছবি কেবল ঈদেই রিলিজ হতে হবে এমন কোনো কথা নেই। তার ছবি যখনই রিলিজ করা হোক না কেন সেটা মোটামুটি একটা ব্যবসা করবেই। এই আস্থাশীলতা এখনও ঢাকার চলচ্চিত্রের অন্য কোনো তারকা দিতে পারেননি। শাকিব খানের পার্টনার প্রযোজক এবং সম্প্রতি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করা মোহাম্মদ ইকবাল বলেছেন, এখন বাজার কাটতি কোনো তারকা আছেন কি? তিনি ইঙ্গিত করেছেন, ঢাকার চলচ্চিত্র এখন তারকা শূন্য।

স্টার কথাটি বুঝায় বাজার কাটতি দিয়ে, যার সঙ্গে দর্শকের অনুপ্রাস যুক্ত। আর সুপার স্টার হলো তারকার তারকা। নায়ক বাপ্পী চৌধুরী এক সাক্ষাৎকারে বলেছেন, চাপাবাজি করে লাভ নেই। তারকা বলতে এখনও শাকিব খানকেই বুঝায়। তার ছবি দর্শক দেখে। শাকিব খান হলে দর্শক সিনেমা হলে যায়। প্রযোজক পরিবেশক সমিতির নেতা খোরশেদ আলম খসরু বলেছেন, নিন্দুকদের কথায় শাকিব খানের কিছু যায় আসে না। তাতে তার অবস্থানেরও পরিবর্তন হবে না। এই প্রযোজক বর্তমানে শাকিব খানকে নিয়ে ‘গলুই’ নামে অনুদানের অর্থ সহযোগিতায় একটি ছবি নির্মাণ করছেন। সেটি তিনি এ বছরই মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়