মাজহারুল ইসলাম: [২] স্থানীয় সময় রোববার সকাল আটটার দিকে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ইরভিন মেডিকেল সেন্টারে থেকে ছাড়া পান ৭৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন। তিনি হৃদরোগসহ নানা সমস্যা নিয়ে গত মঙ্গলবার ওই হাসপাতালে ভর্তি হয়ে সেখানেই পাঁচদিন চিকিৎসাধীন ছিলেন। প্রথমআলো
[৩] ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’এর প্রতিবেদন থেকে জানা যায়, তাঁর সংক্রমণের সঙ্গে করোনাভাইরাসের কোনো সম্পর্ক নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। সময়টিভি
[৪] বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা জানিয়েছেন, মেডিকেল সেন্টারে ভর্তি হওয়ার পর ক্লিনটন সুস্থ ও মানসিকভাবে সবল ছিলেন। সাবেক এ প্রেসিডেন্টে হৃদরোগের ইতিহাস রয়েছে। তবে কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এ ব্যাপার সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।