মনিরুল ইসলাম: [২] একজন মহাকবি বিশ্বের কথা বলেছেন আরেক জন রাজনীতির মহাকবি তিনিও বিশ্বের কথা বলেছেন, দুজনের মাঝে কোনদিন দেখা হয়নি, কথা হয়নি, দুজন ছিলেন দুই প্রজন্মের কিন্তু তাদের চিন্তাধারা মিলিত হয়েছে এক বিন্দুতে। রবীন্দ্রনাথ যা চিন্তা করেছেন জাতির পিতা তা রাজনীতির মাধ্যমে বাস্তবায়ন ঘটিয়েছেন।
[৩] রোববার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বিকালে তাঁর সংসদ ভবনস্থ বাসভবনে লেখক ড. মো. সুলতান আলী কর্তৃক রচিত ” রবীন্দ্র প্রত্যাশার বাস্তব রূপকার শেখ মুজিব” শীর্ষক পূর্ণাঙ্গ বইয়ের মোড়ক উন্মোচনকালে এ কথা বলেন।
[৪] তিনি বলেন লেখক ড. মো. সুলতান আলী দুই জগতের দুই দিকপালের সাদৃশ্য খুজে পেতে দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয় সংসদের লাইব্রেরিতে গবেষণা করেছেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বঙ্গবন্ধুর মিল কোথায় সেটাই তিনি বইয়ের মাধ্যমে প্রকাশ করেছেন। এ জন্যই তিনি বইটির নাম দিয়েছেন ’রবীন্দ্র প্রত্যাশার বাস্তব রূপকার শেখ মুজিব’। সুতরাং এই বইটি আমাদের বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই।