শিরোনাম
◈ 'অন্তর্বর্তীকালীন সরকার পর্যাপ্ত কারণ ছাড়াই আমাকে গ্রেপ্তারের চেষ্টা করছে' ◈ শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি, বিদেশি ক্রেতাদের উদ্বেগে রপ্তানিকারকদের সতর্কবার্তা ◈ নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদনের সুযোগ বাংলাদেশ থেকে ◈ ও‌য়েস্ট ইন্ডি‌জের বিরু‌দ্ধে ৩-০ তে সিরিজ জিতবে বাংলাদেশ, বল‌ছেন স্পিন বো‌লিং কোচ মুশতাক ◈ নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ ◈ আমিই ৩৫০ আফগান পরিবারের দেখভাল করি! পা‌কিস্তা‌নে রশিদ খান‌দের না খেলায় ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি ◈ বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে নামা‌নো হ‌লো ১৪ বছ‌রের ক্রিকেটার সূর্যবংশী‌কে ◈ ট্রাম্প‌কে আয়াতুল্লাহ খামেনেয়ী, অন্য দেশে হস্তক্ষেপের পরিবর্তে নিজ দেশে লাখো জনতার ক্ষোভ প্রশমন করুন  ◈ চুক্তিতে না এলে চীনা পণ্যে উচ্চ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের ◈ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শুরু

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৯:১৮ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৯:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলার এখন সাকিব আল হাসান

মাহিন সরকার: [২] দীর্ঘ অপেক্ষা, ধৈর্য ও অধ্যবসায়ে যে সাফল্য আসে তা অনেক বড় হয়। সাকিব আল হাসানের জন্য তেমন কিছুই অপেক্ষা করছিল। অবশেষে বিশ্বকাপের মঞ্চে টি-টোয়েন্টির শীর্ষ উইকেটশিকারি হলেন তিনি।

[৩] টি-টোয়েন্টি ক্রিকেটে দুই উইকেট পেলেই এ ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটি বাংলাদেশের সুপারস্টার নিজের করে নিতেন। ১০৭ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। কিছুদিন আগেই ডানহাতি পেসার গিয়েছেন অবসরে। রিচি বেরিংটনকে ফিরিয়ে মালিঙ্গাকে ছোঁন সাকিব, তারপর মাইকেল লিস্ককে আউট করে ছাড়িয়ে যান।

[৪] ১০৬ উইকেট নিয়ে সাকিব নিশ্বাস ফেলছিলেন মালিঙ্গার ঘাড়ে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেই শীর্ষে পাঁচে নিশ্চিতভাবে রদবদল আসতে যাচ্ছে। তবে সবার চোখ ছিল সাকিবকে ঘিরেই। সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েই ফেললেন তিনি।

[৫] ১০৮ উইকেট নিয়ে সাকিব এখন সবার উপরে। তার পরে আছেন মালিঙ্গা। ৯৯ উইকেট নিয়ে টিম সাউদি রয়েছেন তিন নম্বরে। এছাড়া অবসরে যাওয়া শহীদ আফ্রিদি ৯৮ ও রশিদ খান ৯৫ উইকেট পেয়েছেন।

[৬] নিউ জিল্যান্ড সিরিজ থেকে সাকিব এ রেকর্ডের পেছনে ছুটছেন। কিউইদের বিপক্ষে বাঁহাতি স্পিনারের দরকার ছিল ৬ উইকেট। প্রথম ম্যাচে তার পকেটে যায় ২ উইকেট। পরের ম্যাচেও একই ফল। মনে হচ্ছিল তৃতীয় ম্যাচেই সাকিব ছাড়িয়ে যাবেন মালিঙ্গাকে। কিন্তু তৃতীয় ও চতুর্থ ম্যাচে সাকিব ৮ ওভার হাত ঘুরালেও ছিলেন উইকেটশূন্য। পঞ্চম ম্যাচে ছিলেন বিশ্রামে। ফলে বিশ্বকাপের জন্য অপেক্ষা করতে হচ্ছিল তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়