শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৯:১৮ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৯:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলার এখন সাকিব আল হাসান

মাহিন সরকার: [২] দীর্ঘ অপেক্ষা, ধৈর্য ও অধ্যবসায়ে যে সাফল্য আসে তা অনেক বড় হয়। সাকিব আল হাসানের জন্য তেমন কিছুই অপেক্ষা করছিল। অবশেষে বিশ্বকাপের মঞ্চে টি-টোয়েন্টির শীর্ষ উইকেটশিকারি হলেন তিনি।

[৩] টি-টোয়েন্টি ক্রিকেটে দুই উইকেট পেলেই এ ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটি বাংলাদেশের সুপারস্টার নিজের করে নিতেন। ১০৭ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। কিছুদিন আগেই ডানহাতি পেসার গিয়েছেন অবসরে। রিচি বেরিংটনকে ফিরিয়ে মালিঙ্গাকে ছোঁন সাকিব, তারপর মাইকেল লিস্ককে আউট করে ছাড়িয়ে যান।

[৪] ১০৬ উইকেট নিয়ে সাকিব নিশ্বাস ফেলছিলেন মালিঙ্গার ঘাড়ে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেই শীর্ষে পাঁচে নিশ্চিতভাবে রদবদল আসতে যাচ্ছে। তবে সবার চোখ ছিল সাকিবকে ঘিরেই। সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েই ফেললেন তিনি।

[৫] ১০৮ উইকেট নিয়ে সাকিব এখন সবার উপরে। তার পরে আছেন মালিঙ্গা। ৯৯ উইকেট নিয়ে টিম সাউদি রয়েছেন তিন নম্বরে। এছাড়া অবসরে যাওয়া শহীদ আফ্রিদি ৯৮ ও রশিদ খান ৯৫ উইকেট পেয়েছেন।

[৬] নিউ জিল্যান্ড সিরিজ থেকে সাকিব এ রেকর্ডের পেছনে ছুটছেন। কিউইদের বিপক্ষে বাঁহাতি স্পিনারের দরকার ছিল ৬ উইকেট। প্রথম ম্যাচে তার পকেটে যায় ২ উইকেট। পরের ম্যাচেও একই ফল। মনে হচ্ছিল তৃতীয় ম্যাচেই সাকিব ছাড়িয়ে যাবেন মালিঙ্গাকে। কিন্তু তৃতীয় ও চতুর্থ ম্যাচে সাকিব ৮ ওভার হাত ঘুরালেও ছিলেন উইকেটশূন্য। পঞ্চম ম্যাচে ছিলেন বিশ্রামে। ফলে বিশ্বকাপের জন্য অপেক্ষা করতে হচ্ছিল তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়