শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মন্দিরে হামলার ঘটনায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ: ওয়ার্কার্স পার্টি

শিমুল মাহমুদ: [২] ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো শনিবার এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন জেলায়, বিশেষ করে নোয়াখালীর চৌমুহনীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।

[৩] প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ সত্বেও তাদের নিশ্চেষ্ট ভূমিকা প্রশ্ন সৃষ্টি করেছে। সর্ষের মধ্যে ভূত থাকলে সেই সর্ষে দিয়ে ভূত তাড়ানো যায় না।

[৪] বিবৃতিতে বলা হয়, এ ধরনের অন্যায় ও অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে জনমত সৃষ্টি ও রাজনৈতিক সমাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকল অসা¤প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল ও গোষ্ঠী, সামাজিক সংগঠন, নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে আহবান জানিয়েছে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো।

[৫] ওয়ার্কার্স পার্টি বলছে, ধারাবাহিকভাবে এসব সাম্প্রদায়িক সহিংসতাকে ‘বিচ্ছিন্ন বিষয়’ বলা যায় না। ‘খুবই পরিকল্পিতভাবে’ এসব ঘটনা ঘটানো হয়েছে এবং এখনও অব্যাহত রয়েছে।

[৬] ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলকে ‘দোষারোপের রাজনীতি’ ছেড়ে এই সাম্প্রদায়িক ঘটনাবলির ‘পেছনের ষড়যন্ত্রের প্রকৃত শক্তিকে’ চিহ্নিত করা এবং দলমত না দেখে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহবান জানানো হয় ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়