শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মন্দিরে হামলার ঘটনায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ: ওয়ার্কার্স পার্টি

শিমুল মাহমুদ: [২] ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো শনিবার এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন জেলায়, বিশেষ করে নোয়াখালীর চৌমুহনীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।

[৩] প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ সত্বেও তাদের নিশ্চেষ্ট ভূমিকা প্রশ্ন সৃষ্টি করেছে। সর্ষের মধ্যে ভূত থাকলে সেই সর্ষে দিয়ে ভূত তাড়ানো যায় না।

[৪] বিবৃতিতে বলা হয়, এ ধরনের অন্যায় ও অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে জনমত সৃষ্টি ও রাজনৈতিক সমাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকল অসা¤প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল ও গোষ্ঠী, সামাজিক সংগঠন, নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে আহবান জানিয়েছে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো।

[৫] ওয়ার্কার্স পার্টি বলছে, ধারাবাহিকভাবে এসব সাম্প্রদায়িক সহিংসতাকে ‘বিচ্ছিন্ন বিষয়’ বলা যায় না। ‘খুবই পরিকল্পিতভাবে’ এসব ঘটনা ঘটানো হয়েছে এবং এখনও অব্যাহত রয়েছে।

[৬] ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলকে ‘দোষারোপের রাজনীতি’ ছেড়ে এই সাম্প্রদায়িক ঘটনাবলির ‘পেছনের ষড়যন্ত্রের প্রকৃত শক্তিকে’ চিহ্নিত করা এবং দলমত না দেখে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহবান জানানো হয় ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়