শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মন্দিরে হামলার ঘটনায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ: ওয়ার্কার্স পার্টি

শিমুল মাহমুদ: [২] ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো শনিবার এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন জেলায়, বিশেষ করে নোয়াখালীর চৌমুহনীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।

[৩] প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ সত্বেও তাদের নিশ্চেষ্ট ভূমিকা প্রশ্ন সৃষ্টি করেছে। সর্ষের মধ্যে ভূত থাকলে সেই সর্ষে দিয়ে ভূত তাড়ানো যায় না।

[৪] বিবৃতিতে বলা হয়, এ ধরনের অন্যায় ও অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে জনমত সৃষ্টি ও রাজনৈতিক সমাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকল অসা¤প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল ও গোষ্ঠী, সামাজিক সংগঠন, নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে আহবান জানিয়েছে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো।

[৫] ওয়ার্কার্স পার্টি বলছে, ধারাবাহিকভাবে এসব সাম্প্রদায়িক সহিংসতাকে ‘বিচ্ছিন্ন বিষয়’ বলা যায় না। ‘খুবই পরিকল্পিতভাবে’ এসব ঘটনা ঘটানো হয়েছে এবং এখনও অব্যাহত রয়েছে।

[৬] ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলকে ‘দোষারোপের রাজনীতি’ ছেড়ে এই সাম্প্রদায়িক ঘটনাবলির ‘পেছনের ষড়যন্ত্রের প্রকৃত শক্তিকে’ চিহ্নিত করা এবং দলমত না দেখে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহবান জানানো হয় ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়