মাকসুদ রহমান:[২] অক্টোবরের শুরু থেকে এখন পর্যন্ত রাশিয়ার অরিনবার্গে অন্তত মদ্যপানে ৩৬ জনের মৃত্যু হয়েছে। মিথেনল মিশ্রিত ভয়ানক বিষাক্তমদ অবৈধভাবে মদ্যপরা সংগ্রহ করে থাকেন। এনডিটিভি
[৩] তদন্তকারী পুলিশের বরাত দিয়ে রাশিয়ান কর্তৃপক্ষ জানায়, এ মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশের তদন্তকারী দল জানতে পারে, মদ্যপানের মৃত্যুর কারণ ছিল অবৈধভাবে আনা মিথেনল মিশ্রিম মদ।
[৪] তদন্তকারী দল আরো জানায়, রাশিয়ার চতুর্থ বৃহত্তর শহর ইয়েকাটেরিনবুর্গে একাধিক লোক গত দুই সপ্তাহ ক্ষতিকর এসব মদ বিক্রি করে আসছে।
[৫] পুলিশ জানিয়েছে আটককৃতদের অপরাধ প্রমাণ হলে দশ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে।