মিনহাজুল আবেদীন: [২] এক সময় অনেক গুঞ্জন ছিলো শাকিব খানকে ছাড়া অচল চিত্রনায়িকা বুবলী। বলার কারণও ছিলো। ক্যারিয়ারে তার অভিনীত যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, সব ছবির নায়ক ছিলেন শাকিব খান। সব সিনেমাই ব্যবসা সফল ছিলো। তাই শাকিব খানের ওপর ভর করেই নায়িকা-এ তকমাটা তার নামের সঙ্গে লেপ্টে ছিলো এতোদিন। যুগান্তর
[৩] অবশেষে সেটা ঝেড়ে ঘুরে দাঁড়িয়েছেন বুবলী। চিত্রনায়ক নিরবের বিপরীতে করলেন সিনেমা ‘চোখ’। বোঝাই যাচ্ছে ২০১৬ সালের ‘বসগিরি’ ছবির সেই বুবলী একাই পথ চলতে শিখেছেন। একক পরিচয়ে এ ঢালিউড নায়িকা দেশের মানুষের কাছে পেয়েছেন জনপ্রিয়তা।
কিন্তু এবার দেখা গেলো, বুবলীর জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে তুরস্কতে!
[৪] শুক্রবার একটি ভিডিও শেয়ার করেছেন বুবলী। সেখানেই এমন চিত্র ফুটে উঠল। ভিডিও দেখা গেল, বুবলীকে ঘিরে ভিড় জমিয়েছে তুরস্কের তরুণীরা।
বিস্তারিত ভিডিওতে দেখুন......