শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ১০:১৯ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফিরোজ আহম্মেদ: [২] এবার ক্রেতা সেজে ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- পটুয়াাখালী জেলার নিজ তাতেরকাটি এলাকার জুয়েল এর স্ত্রী রিনা খাতুন ও ময়মনসিংহ জেলার রামভদ্রপুর এলাকার মাহবুবুল আলীর স্ত্রী তাহমিনা খাতুন।

[৩] ঝিনাইদহ ডিবির ওসি আনোয়ার হোসেন জানান, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ডিবি পুলিশের এসআই সেলিম রেজা ও আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ আড়পাড়া গ্রামে যান। প্রথমে তাদেরকে না পেয়ে এক পর্যায়ে পুলিশের দুই সদস্য মোবাইলে ক্রেতা সেজে ওই দুই মহিলা মাদক ব্যবসায়ীর ভাড়া থাকা বাড়ির সামনে হাজির হন।

[৪] এরপর ডিবি পুলিশ তাদেরকে আটকের পর তল্লাশী চালিয়ে ৩শ পিচ ইয়াবা উদ্ধার করেন। তিনি আরো জানান, আটক কৃতরা দির্ঘদিন ধরে ওই বাড়িতে ভাড়া থেকে মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে কালীগঞ্জ থানাতে সোপর্দ্দ করা হয়েছে।

[৫] কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহফুজুর রহমান মিয়া জানান, কালীগঞ্জ থেকে ডিবি পুলিশের হাতে আটক দুই নারী মাদক ব্যাবসায়ীকে থানায় সোপর্দ্দ করেছে। শুক্রবার বিকালে তাদেরকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়