শিরোনাম
◈ চাপ, ষড়যন্ত্র ও আন্দোলনের মধ্যেও আপসহীন খালেদা জিয়া ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ◈ জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ◈ নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ ◈ নির্বাচনী সমীকরণে সতর্ক বিএনপি, রাখছে বিকল্প প্রার্থী ◈ মাকে দেখতে রাতে এভারকেয়ারে তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন করবেন না, তাহলে কেন পদত্যাগ করেছিলেন মাহফুজ আলম? ◈ প্রটোকল ছাড়াই ঢাকা সফরে শীর্ষ তালেবান নেতা, ব্যাপক সমালোচনা ◈ বাংলাদেশে হাত দিলে টুকরো টুকরো হবে ভারত: ভারতীয় মিডিয়ার চাঞ্চল্যকর বিশ্লেষণ (ভিডিও) ◈ পিঠা বিক্রেতা দম্পতির নামে আয়কর রিটার্নের চিঠি, রহস্য কী? (ভিডিও)

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৯ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ৬২ প্রার্থীর মনোনয়নপত্র জমা: সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা বিএনপির, শঙ্কায় এনসিপি

নোয়াখালী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলার ০৬টি আসনে মোট ৬২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের অধীনে আসন্ন এই নির্বাচন অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করছে বিএনপি। অন্যদিকে আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক আবদুল হান্নান মাউসুদ।

সোমবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

সোমবার বেলা ১২টায় রির্টানিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন নোয়াখালী-০৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নোয়াখালী দক্ষিণ শাখার আহবায়ক ফিরোজ আলম মাসুদ, দুপুরে মনোনয়নপত্র জমা দেন নোয়াখালী-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, দুপর ৩টায় নোয়াখালী-০৬ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাউসদ। 

এছাড়া, নোয়াখালী-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ.এম মাহবুব উদ্দিন, নোয়াখালী-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী-০৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম, নোয়াখালী-০৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী-০৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইসহাক খন্দকার, নোয়াখালী-০৫ আসনে হাসনা জসিম উদ্দিন মওদুদ (স্বতন্ত্র), নোয়াখালী-০১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম, নোয়াখালী-০৫ আসনে বাসদ (র্মাসকবাদী) মনোনীত প্রার্থী মুন-তাহার বেগম’সহ মোর্ট ৬২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, সংশোধন করা তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়