শিরোনাম
◈ চাপ, ষড়যন্ত্র ও আন্দোলনের মধ্যেও আপসহীন খালেদা জিয়া ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ◈ জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ◈ নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ ◈ নির্বাচনী সমীকরণে সতর্ক বিএনপি, রাখছে বিকল্প প্রার্থী ◈ মাকে দেখতে রাতে এভারকেয়ারে তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন করবেন না, তাহলে কেন পদত্যাগ করেছিলেন মাহফুজ আলম? ◈ প্রটোকল ছাড়াই ঢাকা সফরে শীর্ষ তালেবান নেতা, ব্যাপক সমালোচনা ◈ বাংলাদেশে হাত দিলে টুকরো টুকরো হবে ভারত: ভারতীয় মিডিয়ার চাঞ্চল্যকর বিশ্লেষণ (ভিডিও) ◈ পিঠা বিক্রেতা দম্পতির নামে আয়কর রিটার্নের চিঠি, রহস্য কী? (ভিডিও)

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৬ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী–৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন, মনোনয়ন পেলেন মাওলানা মনজুর রহমান

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী–৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জামায়াতের রাজশাহী জেলা শুরা সদস্য ও পুঠিয়া উপজেলা আমির মাওলানা মনজুর রহমান।

রোববার ২৮ ডিসেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা সেক্রেটারি মো. গোলাম মর্তুজা। তিনি জানান, সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে। আশা প্রকাশ করে তিনি বলেন, পুঠিয়া–দুর্গাপুর এলাকার জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে মাওলানা মনজুর রহমানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন।

এর আগে, একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান লিটনকে। প্রার্থী পরিবর্তনের বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে আনুগত্যের সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করবেন। নির্বাচনী মাঠে থেকে মাওলানা মনজুর রহমানকে সার্বিক সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি।

এদিকে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী পরিবর্তনের পর রোববার দুপুরে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিয়াকত সালমানের কাছ থেকে মাওলানা মনজুর রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। এ সময় জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম মনোনয়ন ফরম উত্তোলন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়