শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৪:২১ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেঙ্গু সচেতনতা ও অক্টোবর সেবা সপ্তাহ উদযাপন করছে উত্তরায় লায়ন্স ক্লাব

সালেহ্ বিপ্লব: [২] বৈশ্বিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব প্রতিবছরের মতো এবারও পালন করছে অক্টোবর সেবা সপ্তাহ। কর্মসূচির অংশ হিসেবে ১৫ অক্টোবর শুক্রবার ঢাকার উত্তরায় দিনব্যপী ডেঙ্গু সচেতনতা তৈরি এবং বিনামূল্যে মশার কয়েল বিতরণসহ, ফ্রি ডেন্টাল চেকআপ, রক্তের গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি পালন করে।

[৩] লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫এ ওয়ান এর আওতাধীন লায়ন্স ক্লাব অব ঢাকা এক্সেল এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিটি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। কসমো গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠান লোপারেক্স কোটিং ইন্ডাষ্ট্রিজ অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে।

[৪] উত্তরার নলভোগে অবস্থিত কসমো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লোপারেক্স কোটিং ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গনে দিনব্যপী এসব কর্মসূচি পালিত হয়। এ সময় বৃক্ষরোপন, গাছের চারা বিতরণ এবং বিনামূল্যে খাবারও বিতরণ করা হয়।

[৫] লোপারেক্স কোটিং ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত সহস্রাধিক মানুষের মধ্যে দিনব্যপী এই সেবা দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম। তিনি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ডেঙ্গু রোগ সংক্রান্ত সচেতনতা তৈরি এবং কসমো গ্রুপের সৌজন্যে এ এম মশার কয়েল বিতরণ করেন।

[৬] অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের গভর্ণর স্থপতি লায়ন নিখিল চন্দ্র গুহ, সেকেন্ড ভাইস গভর্ণর লায়ন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিটির প্রেসিডেন্ট লায়ন ফারাহ হাসান এমজিএফ, লায়ন্স ক্লাব অব ঢাকা হেল্প এক্সেল এর প্রেসিডেন্ট মোঃ শফিকুর রহমান। এসময় কসমো গ্রুপের চেয়ারম্যান জহির উদ্দীন হায়দার, , কসমো কনজুমার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নাদিয়া হায়দার তমা, কসমো গ্রুপের নির্বাহী পরিচালক লায়ন নাঈম হায়দারসহ লায়ন্স ক্লাবের উদ্ধতন নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

[৭] অনুষ্ঠানে বক্তারা মানবতার সেবায় লায়ন্স ক্লাবের ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, আগে লায়ন্স ক্লাব বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা সহ সামাজিক কার্যক্রম করলেও এখন এর পরিধি আরও ব্যপক ও বিস্তৃত। তারা লায়ন্স ক্লাবের এসব কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে বিত্তশালী ও সামর্থবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়