রিয়াজুর রহমান: চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মমতাজ মিয়ার একমাত্র সন্তান অপহরণের শিকার আদিলুর রহমান সুজন। তার সন্ধানের দাবীতে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
[৩] সংবাদ সম্মেলনে ছেলে আদিলুর রহমান সুজনের সন্ধান চেয়ে তার মা বুলবুলি আকতার লিখিত বক্তব্যে বলেন, একমাত্র সন্তান আদিলুর রহমান সুজনকে চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মোড় থেকে সাদা পোশাকে (পুলিশ পরিচয়দানকারী) সন্ত্রাসীরা গত ৬ অক্টোবর সন্ধ্যার দিকে উঠিয়ে নিয়ে যায়। তবে আজ ১৪ অক্টোবর (৯দিন) পরও তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
[৪] আমার ছেলে দীর্ঘ দিন ধরে প্রবাসে আবুদাবিতে চাকরি করছেন। সে দেশে ও বিদেশে বাংলাদেশ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। দুই সন্তানের জনক আদিলুর রহমান সুজন গত ৪ মে ২০২১ ইং পবিত্র ঈদুল ফিতর পালন করার জন্য দেশে বেড়াতে আসেন। পারিবারিকভাবেও সুখে শান্তিতে জীবন যাপন করছিলো। আগামী ১৬ অক্টোবর তার বিদেশে ফিরে যাওয়ার কথা ছিল। গত ৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে আমার ছেলে আদিলুর রহমান ব্যক্তিগত কাজে ঘর থেকে বের হন। পরবর্তীতে রাত ১১টার সময়ও ঘরে না ফেরায় তাতে কল করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
[৫] খোঁজ নেয়ার এক পর্যায়ে জানতে পারি, আমার ছেলে ব্যক্তিগত কাজে চট্টগ্রাম নগরীতে যাওয়ার পথে কাপ্তাই রাস্তার মোড়ে পৌঁছলে ওই স্থানে আগে থেকে ওৎপেতে থাকা সাদা পোশাকধারী (পুলিশ পরিচয় দানকারি) সন্ত্রাসীরা তাকে একটি কালো মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে যায়। আমরা র্যাব, পুলিশ, সিআইডি, ডিবিসহ বিভিন্ন সংস্থার কাছে বারবার খোঁজ নেওয়ার জন্য গেলেও তারা আমার ছেলের খোঁজ নেবেন বলে আশ্বাস্ত করেছেন।
[৬] ছেলের খোঁজ পেতে চান্দগাঁও থানায় জিডি করতে গেলে তারা জিডি নেননি। পরে বাধ্য হয়ে বোয়ালখালী থানায় একটি নিঁখোজ ডায়েরি করি। ইতোমধ্যে একাধিক মোবাইল নম্বর থেকে অজ্ঞাতনামা লোকজন আমাদেরকে মোবাইলে কল করে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে অনৈতিক সুবিধা নিতে চাচ্ছে।
[৭] বিষয়গুলো উল্লেখ করে, গত ১১ অক্টোবর ২০২১ ইং তারিখে আমি বাদি হয়ে চট্টগ্রামের চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিশেষ ডায়রী নং-২২৩/২০২১ ইং (বোয়ালখালী) ফৌজদারি কার্যবিধি আইনের ৪৪ ধারায় দায়ের করি।
[৮] বুলবুলি আকতার বলেন, আমার স্বামী ও সুজনের বাবা বোয়ালখালীর আহলা করলডেঙ্গা এলাকার বীর মুক্তিযোদ্ধা মমতাজ মিয়া। তিনি ১৯৭১ সালে দেশের জন্য জীবনবাজি রেখে বঙ্গবন্ধুর ডাকে দেশের জন্য যুদ্ধ করেছেন। কিন্তু যে দেশের জন্য আমার স্বামী জীবনবাজি রেখে ছিলেন তাঁর সন্তান ৯দিন ধরে নিঁখোজ।
[৯] মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠন আওয়ামী যুবলীগের একনিষ্ঠ কর্মী সুজনকে উদ্ধারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, থানার অফিসার ইর্নচার্জসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
[১০] নিখোঁজ সুজনের সাত মাসের সুহাত নামের সন্তান রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আদিলুর রহমানের স্ত্রী, দুই সন্তান ও মামা।