শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৬:১৯ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসাদুজ্জামান আরজু: দানবীর শব্দটি বিলুপ্ত হয়ে গেছে

আসাদুজ্জামান আরজু: একসময় পয়সাওয়ালারা দানবীর হতেন। তারা এলাকায় হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান করতেন। করটিয়ার জমিদার শিক্ষা বিস্তারের জন্য স্কুল কলেজ মাদ্রাসা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। টাঙ্গাইলের পাকুল্লার ব্যবসায়ী রনদা প্রসাদ সাহা মির্জাপুরে কমুদিনী হাসপাতাল করেছেন, টাংগাইলে কমুদিনি মহিলা কলেজ করেছেন, মির্জাপুর হাসপাতাল এর বিশালতা কেউ না দেখে থাকলে বুঝতে পারবেন না। এসব তাদের দানবীরতার হয়ত সামান্য অংশ। তারা এসব করেছেন সাধারন মানুষের সেবার জন্য উপকারের জন্য ব্যবসার জন্য নয়। এরকম কতনা দানবীর সমাজসেবক ছিল। আর এখন স্কুল কলেজ হাসপাতাল করেন ব্যবসায়িরা বানিজ্যের জন্য। চিকিৎসা শিক্ষা আর সেবা নয় এগুলো গার্মেন্টস রড সিমেন্টের মত পন্য হয়ে গেছে। তারা হিসেব করে আইসিও ভাড়া কত ল্যাব টেস্ট এর রেট কত আর শিক্ষা প্রতিষ্ঠানে এবার ভর্তিতে কত কোটি আয় হলো টিউশন ফি কত আসল এসব হিসাব করে।

এখন পয়সা ওয়ালারা আর কমুদিনি হাসপাতাল এর মত হাসপাতাল করে না বা সাদত কলেজের মত শিক্ষা প্রতিষ্ঠান করেন না। এদের দৃষ্টি এখন সুইস ব্যাংক, একটার পর একটা গার্মেন্টস ফ্যাক্টরী, ইউনাইটেড এভারকেয়ার নর্থ সাউথ এর মত প্রতিষ্ঠান যেখানে লাভ আর লাভ। সাধারন মানুষের জন্য এদের ভাবনার সময় নাই। দানবীর শব্দটি বিলুপ্ত হয়ে গেছে।

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়