শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৬:১৯ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসাদুজ্জামান আরজু: দানবীর শব্দটি বিলুপ্ত হয়ে গেছে

আসাদুজ্জামান আরজু: একসময় পয়সাওয়ালারা দানবীর হতেন। তারা এলাকায় হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান করতেন। করটিয়ার জমিদার শিক্ষা বিস্তারের জন্য স্কুল কলেজ মাদ্রাসা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। টাঙ্গাইলের পাকুল্লার ব্যবসায়ী রনদা প্রসাদ সাহা মির্জাপুরে কমুদিনী হাসপাতাল করেছেন, টাংগাইলে কমুদিনি মহিলা কলেজ করেছেন, মির্জাপুর হাসপাতাল এর বিশালতা কেউ না দেখে থাকলে বুঝতে পারবেন না। এসব তাদের দানবীরতার হয়ত সামান্য অংশ। তারা এসব করেছেন সাধারন মানুষের সেবার জন্য উপকারের জন্য ব্যবসার জন্য নয়। এরকম কতনা দানবীর সমাজসেবক ছিল। আর এখন স্কুল কলেজ হাসপাতাল করেন ব্যবসায়িরা বানিজ্যের জন্য। চিকিৎসা শিক্ষা আর সেবা নয় এগুলো গার্মেন্টস রড সিমেন্টের মত পন্য হয়ে গেছে। তারা হিসেব করে আইসিও ভাড়া কত ল্যাব টেস্ট এর রেট কত আর শিক্ষা প্রতিষ্ঠানে এবার ভর্তিতে কত কোটি আয় হলো টিউশন ফি কত আসল এসব হিসাব করে।

এখন পয়সা ওয়ালারা আর কমুদিনি হাসপাতাল এর মত হাসপাতাল করে না বা সাদত কলেজের মত শিক্ষা প্রতিষ্ঠান করেন না। এদের দৃষ্টি এখন সুইস ব্যাংক, একটার পর একটা গার্মেন্টস ফ্যাক্টরী, ইউনাইটেড এভারকেয়ার নর্থ সাউথ এর মত প্রতিষ্ঠান যেখানে লাভ আর লাভ। সাধারন মানুষের জন্য এদের ভাবনার সময় নাই। দানবীর শব্দটি বিলুপ্ত হয়ে গেছে।

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়