নির্মলেন্দু গুণ: আমার আপন, কাকাতো-জেঠাতো, মামাতো-মাসিতো-পিসাতো ভাইবোন, বউদি-ভগ্নিপতি, আমার স্বীয় কন্যা, আমার সকল ভাগ্নে-ভাগ্নি, ভাতিজা-ভাতিজি, নাতি-নাতনি, দৌহিত্র-দৌহিত্রী ও তাদের স্ত্রী ও স্বামী (যাদের ক্ষেত্রে প্রযোজ্য), আমার সকল বন্ধু-বান্ধবী, সকল প্রিয়জন ও শুভানুধ্যায়ীসহ ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য মহাষ্টমীর আশীর্বাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সবার ওপর দুর্গতিনাশিনী মা দুর্গার কৃপা ও আশিস বর্ষিত হোক। করোনা ও সাম্প্রদায়িকতার অভিশাপ থেকে পৃথিবী মুক্তি লাভ করুক। ঘরৎসধষবহফঁ এড়ড়হ-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।