সুজন কৈরী : [২] মা ইলিশ সংরক্ষন অভিযান উপলক্ষ্যে বুধবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজি স্টেশন হিজলা মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ ১০ ডাকাত আটক করেছে।
[৩] বৃহস্পতিবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, অভিযানকালে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড টহলদল সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু নৌকাটি না থেমে পালাতে থাকে। এ সময় কোস্ট গার্ডের টহলদল ধাওয়া করে মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে নৌকাটি আটক করে।
[৪] তিনি আরও বলেন, নৌকাটি তল্লাশি করে ৪টি দেশিয় রামদাসহ ১০ জন ডাকাত সদস্য আটক করা হয়। জব্দ দেশিয় অস্ত্রসহ আটক ডাকাত সদস্যদের হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।