শিরোনাম
◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল ◈ প্রতিবেশী সবার সঙ্গে ভবিষ্যতের ভিত্তি গড়াই সরকারের অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা ◈ আফটারশক কতটা বিপজ্জনক? কারণ, সময় ও সতর্কতা এক নজরে ◈ ৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্প হবেই

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০২:৩৩ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকোতে কলম্বাসের পরিবর্তে বসছে আদিবাসী নারী মূর্তি ‘ইয়াং উইমেন অব আমাজাক’

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর রাজধানীতে ক্রিস্টোফার কলম্বাসের স্মৃতিস্তম্ভের জায়গায় এক আদিবাসী নারীর মূর্তি বসতে যাচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন মেক্সিকো সিটির গভর্নর ক্লডিয়া শিনবাম। খবর প্রকাশ করেছে বিবিসি।

আদিবাসী অধিকারকর্মীরা উপড়ে ফেলার হুমকি দেওয়ার পর গত বছর কলম্বাসের ঐ মূর্তিটিকে সরিয়ে নেওয়া হয়েছিল। সেই জায়গায় এখন ‘ইয়াং উইমেন অব আমাজাক’ নামের কলম্বাস-পূর্ববর্তী সময়ের একটি মূর্তির রেপ্লিকা বসবে। যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের সময় লাতিন আমেরিকা ও যুক্তরাষ্ট্রে কলম্বাসের একাধিক মূর্তি উপড়ানো হয়েছিল।

ইতালিতে জন্ম নেওয়া কলম্বাস স্পেনের রাজপরিবারের অর্থায়নে পঞ্চদশ শতকের শেষদিকে নতুন ভূমি আবিষ্কারের উদ্দেশ্যে জাহাজে করে রওনা দিয়েছিলেন। তার আমেরিকা মহাদেশে নামা, সেখানে স্পেনের দখলদারিত্বের পথ খুলে দেয়। কলম্বাসের এ আগমন তাই মহাদেশটির অনেকের কাছেই নির্যাতন ও ঔপনিবেশিকতার প্রতীক। শিনবাম আগেই কলম্বাসের মূর্তির জায়গায় আদিবাসী এক নারীর মূর্তি বসবে বলে ঘোষণা দিয়েছিলেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) কলম্বাসের ‘আমেরিকা আবিষ্কারের’ ৫২৯তম বার্ষিকীতে ফের একই ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবছর ঘটা করে কলম্বাস দিবস পালিত হলেও মেক্সিকো এবং লাতিন আমেরিকার অনেক দেশে দিবসটিতে স্মরণ করা হয় দখলদার স্পেন ও অন্যান্য ইউরোপীয় দেশের নির্যাতনের শিকার হওয়া আদিবাসীদের। অনেকে এদিন ইউরোপীয় দখলদারদের বিরুদ্ধে আদিবাসীদের প্রতিরোধের কথাও মনে করেন। শিনবাম জানান, নতুন যে মূর্তিটি বসানো হবে, সেটি আগের কলম্বাসের মূর্তির চেয়েও তিন গুণ লম্বা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়