শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০১:৩৮ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাজ্জাদ বকুল: হাসান আজিজুল হক স্যারকে দেখতে গিয়েছিলাম বুধবার, তাঁকে যেমন দেখলাম

সাজ্জাদ বকুল: বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ব্যস্ততার কারণে গত কয়েকদিন হাসান আজিজুল হক স্যারকে দেখতে যেতে পারিনি। ১৩ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে স্যারের বাসায় গিয়েছিলাম। তখন বিছানা থেকে তুলে ড্রয়িং রুমে চেয়ারে বসিয়ে মেশিন দিয়ে নেবুলাইজ করা হচ্ছিলো স্যারকে। ফুসফুসে পানি জমে যাওয়ায় এই চিকিৎসা। ডায়াবেটিসও কিছুটা বেশি। শরীরে লবণের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে। তবে খাবারে এখনো রুচি ফেরেনি। অনেকটা তরল খাবারই খাওয়াতে হচ্ছে। তবে সকালের দিকে মাঝে মাঝে একটু করে রুটি-পরোটা খাওয়ানো যাচ্ছে। বেশ ক্লান্ত, বিধ্বস্ত দেখাচ্ছিলো প্রবল আমুদে আড্ডাবাজ এই কথাসাহিত্যিককে। চোখ বন্ধ, মাথা নিচের দিকে ঝুঁকে রয়েছে। আমার আসার খবর দেওয়ায় অনেক কষ্ট করে মাথা তুলে ইশারায় আমাকে পাশের সোফায় বসতে বললেন। চোখ বেশ ফোলা। মাথা সোজা করে রাখতে কষ্ট হচ্ছিলো।

নেবুলাইজ করা শেষ হলে ইজি চেয়ারে বসানো হলো। তাতে মাথা উঁচু করে বসানো আধাশোয়া করা সম্ভব হলো। বোঝা যাচ্ছিলো জীবনকে বিপুলভাবে যাপন করা এই খ্যাতিমান সাহিত্যিক আজ জীবনের কাছে ভীষণ অসহায়। সবাইকেই একসময় তাই-ই তো হতে হয়। এই হাসান স্যার আমাদের চেনা নয়, তাই কষ্ট হচ্ছিলো খুব। ইজি চেয়ারেও চোখ বন্ধ করেই শুয়ে থাকলেন। দুপুরের আগ পর্যন্ত এই সময়টাতেই তিনি যা একটু ভালো থাকেন বলে সম্প্রতি তার ছেলে আমাকে ফোনে জানিয়েছিলেন। বিকেল বা সন্ধ্যা-রাতে তাকে এটুকুও পাওয়া যায় না। তাই দিনের বেলাতেই দেখতে গেলাম। আর তাই ভর্তি পরীক্ষার সময়গুলোতে দিনে ব্যস্ত থাকায় স্যারকে দেখতে যাওয়া হয়নি।

ইজি চেয়ারে আধো ঘুম আধো জাগরণের এই মানুষটাকে তার প্রিয় কয়েকটি গান ইউটিউব থেকে চালিয়ে শোনালাম- তুঝসে নারাজ নেহি, দিল চিজ কিয়া হ্যায়, ইন আঁখো কি মাস্তিও মে আর হেমন্তবাবুর গাওয়া দূর গগন কি ছাঁও মে। অতি প্রিয় গানগুলো কানে যেতেই প্রতিক্রিয়ায় কিছুটা যেন কেঁপে কেঁপে উঠছিলেন প্রিয় কথাসাহিত্যিক। রেখা অভিনীত দিল চিজ কিয়া হ্যায় গানটি বাজার সময় চোখটা কিছুটা খুলে গেলো। আমার হাতের মোবাইল ফোনে বেশ অনেকক্ষণ তাকিয়ে রইলেন গানের সঙ্গে রেখার সেই নাচ দেখতে। আহা! আবার হাসান স্যারের সঙ্গে আড্ডার সেই মুখর দিনগুলো ফিরে আসবে না? Sazzad Bokul-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়