শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:২৪ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার সদর থানার সাবেক ওসি রনজিত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

আয়াছ রনি: [২] সদর থানার সাবেক অফিসার্স ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া ও তার স্ত্রী শেলী বড়ুয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (১৩ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংকে চিঠি পাঠিয়ে ১৪ অক্টোবরের মধ্যে রনজিত কুমার বড়ুয়া ও তার স্ত্রীর নামে পরিচালিত ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে বিএফআইইউ।

[৩] চিঠিতে উভয়ের স্থায়ী ঠিকানার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, ই-টিআইএন নম্বর, পিতা-মাতার নাম উল্লেখ করা হয়েছে।

[৪] বিএফআইইউ থেকে পাঠানো চিঠিতে উল্লেখিত ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব (ইসলামী ব্যাংকিংসহ) অতীতে বা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সেগুলোর হিসাবের যাবতীয় তথ্য (যাবতীয় কাগজপত্রাদিসহ হিসাব খোলার আবেদন ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশন প্রোফাইল,শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরনী) সংশ্লিষ্ট সবধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে।

[৫] তাদের নামে কোনো ফিক্সড ডিপোজিট, ঋণ হিসাব, এলসি খোলা হলে সে তথ্যও দিতে হবে। এসব হিসাবের নমিনির তথ্য ও নমিনিদের নামে কোনো হিসাব পরিচালিত হলে সেগুলোরও বিস্তারিত তথ্য চেয়েছে বিএফআইইউ।

[৬] রনজিত কুমার বড়ুয়াকে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদানের কিছুদিন পরেই আর্মড পুলিশ ব্যাটেলিয়ানে বদলি করা হয়েছে। তার আগে তিনি কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী, কক্সবাজার সদর ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়