শিরোনাম
◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:২৪ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার সদর থানার সাবেক ওসি রনজিত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

আয়াছ রনি: [২] সদর থানার সাবেক অফিসার্স ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া ও তার স্ত্রী শেলী বড়ুয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (১৩ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংকে চিঠি পাঠিয়ে ১৪ অক্টোবরের মধ্যে রনজিত কুমার বড়ুয়া ও তার স্ত্রীর নামে পরিচালিত ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে বিএফআইইউ।

[৩] চিঠিতে উভয়ের স্থায়ী ঠিকানার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, ই-টিআইএন নম্বর, পিতা-মাতার নাম উল্লেখ করা হয়েছে।

[৪] বিএফআইইউ থেকে পাঠানো চিঠিতে উল্লেখিত ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব (ইসলামী ব্যাংকিংসহ) অতীতে বা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সেগুলোর হিসাবের যাবতীয় তথ্য (যাবতীয় কাগজপত্রাদিসহ হিসাব খোলার আবেদন ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশন প্রোফাইল,শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরনী) সংশ্লিষ্ট সবধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে।

[৫] তাদের নামে কোনো ফিক্সড ডিপোজিট, ঋণ হিসাব, এলসি খোলা হলে সে তথ্যও দিতে হবে। এসব হিসাবের নমিনির তথ্য ও নমিনিদের নামে কোনো হিসাব পরিচালিত হলে সেগুলোরও বিস্তারিত তথ্য চেয়েছে বিএফআইইউ।

[৬] রনজিত কুমার বড়ুয়াকে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদানের কিছুদিন পরেই আর্মড পুলিশ ব্যাটেলিয়ানে বদলি করা হয়েছে। তার আগে তিনি কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী, কক্সবাজার সদর ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়