শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে শিব মন্দিরের গেইট ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

এ এইচ সবুজ: [২] গাজীপুরের কালীগঞ্জে তুমুলিয়া ইউনিয়নের পাড়ারটেক এলাকায় একটি শিব মন্দিরের প্রবেশ ও বাহির হওয়ার (গেইট) ভাঙচুরের ঘটনা ঘটেছে।

[৩] মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার পাড়ারটেক বুড়া-বুড়ি শিব পার্বতী আশ্রমে এ ঘটনা ঘটে।

[৪] এ বিষয়ে পাড়ারটেক বুড়া-বুড়ি শিব পার্বতী আশ্রমের কোষাধক্ষ্য গোলক ঘোষ ও স্থানীয়রা জানান, দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের চারপাশসহ মন্দিরে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মন্দিরে প্রবেশদ্বারে একটি গেইট নির্মাণ করা হয। পূজা চলাকালীন মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পার্শ্ববর্তী দাউদপুর ইউনিয়নের ৫-৭জন অজ্ঞাত যুবক মন্দিরে উশৃঙ্খলতা করার চেষ্টা করে। সে সময় তাদের মন্দির থেকে বের করে দেয়া হয়। তাদের বয়স আনুমানিক ২৫-৩০।

[৫] ধারণা করা হচ্ছে, এসকল যুবকদের মন্দির থেকে বের করে দেওয়ার রেশ ধরেই রাত ২টার দিকে মন্দিরের প্রবেশদ্বারে হামলা চালিয়ে সম্পূর্ণ ভেঙেছে তারা। এছাড়াও মন্দিরের চারপাশে আলোকসজ্জার জন্য লাগানো লাইট এবং বৈদ্যুতিক সংযোগ (তার) ছিঁড়ে ফেলেছে।

[৬] এ বিষয়ে তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান জানান, রাতে অজ্ঞাত কয়েকজন যুবক মন্দিরে উশৃঙ্খলতা করার চেষ্টা করেছিলো। ধারণা করা হচ্ছে পরবর্তীতে তারাই রাতের যেকোন সময় মন্দিরের গেইট এবং আলোকসজ্জার বৈদ্যুতিক সংযোগ ছিঁড়ে ফেলেছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

[৭] কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়