শিরোনাম
◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার ◈ ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি: ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ ◈ চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে শিব মন্দিরের গেইট ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

এ এইচ সবুজ: [২] গাজীপুরের কালীগঞ্জে তুমুলিয়া ইউনিয়নের পাড়ারটেক এলাকায় একটি শিব মন্দিরের প্রবেশ ও বাহির হওয়ার (গেইট) ভাঙচুরের ঘটনা ঘটেছে।

[৩] মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার পাড়ারটেক বুড়া-বুড়ি শিব পার্বতী আশ্রমে এ ঘটনা ঘটে।

[৪] এ বিষয়ে পাড়ারটেক বুড়া-বুড়ি শিব পার্বতী আশ্রমের কোষাধক্ষ্য গোলক ঘোষ ও স্থানীয়রা জানান, দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের চারপাশসহ মন্দিরে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মন্দিরে প্রবেশদ্বারে একটি গেইট নির্মাণ করা হয। পূজা চলাকালীন মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পার্শ্ববর্তী দাউদপুর ইউনিয়নের ৫-৭জন অজ্ঞাত যুবক মন্দিরে উশৃঙ্খলতা করার চেষ্টা করে। সে সময় তাদের মন্দির থেকে বের করে দেয়া হয়। তাদের বয়স আনুমানিক ২৫-৩০।

[৫] ধারণা করা হচ্ছে, এসকল যুবকদের মন্দির থেকে বের করে দেওয়ার রেশ ধরেই রাত ২টার দিকে মন্দিরের প্রবেশদ্বারে হামলা চালিয়ে সম্পূর্ণ ভেঙেছে তারা। এছাড়াও মন্দিরের চারপাশে আলোকসজ্জার জন্য লাগানো লাইট এবং বৈদ্যুতিক সংযোগ (তার) ছিঁড়ে ফেলেছে।

[৬] এ বিষয়ে তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান জানান, রাতে অজ্ঞাত কয়েকজন যুবক মন্দিরে উশৃঙ্খলতা করার চেষ্টা করেছিলো। ধারণা করা হচ্ছে পরবর্তীতে তারাই রাতের যেকোন সময় মন্দিরের গেইট এবং আলোকসজ্জার বৈদ্যুতিক সংযোগ ছিঁড়ে ফেলেছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

[৭] কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়