সালেহ্ বিপ্লব: [২] কবি ও স্ক্রিপ্ট রাইটার সেলিম আরো বলেন, মহানায়কের এখন প্রতিযোগিতা থেকে সরে এসে নিজের পছন্দমতো জীবনযাপন করা দরকার। হিন্দুস্তান টাইমস
[৩] সেলিম-জাভেদ জুটির সেই সেলিম খান। অমিতাভের ক্যারিয়ারের এক মাইলফলক ছবি শোলে। সেই ছবির স্ক্রিপ্ট সেলিম খান আর জাভেদ আক্তার লিখেছেন। তাদের স্ক্রিপ্টেই সুপার ডুপার হিট হয় অমিতাভের দিওয়ার। এরপর আর পেছনে তাকাতে হয়নি বিগ বিকে। সেলিম ও অমিতাভ ১০টির বেশি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ঘনিষ্ঠজন এব শুভাকাঙ্ক্ষী।
[৪] সেলিম খান বলেন, জীবনের শুরুতে পড়ালেখা করেছি। এরপর পরিবারের দায়িত্ব। আর এখন একদম নিজের মতো করে সময়টা কাটানো। দৈনিক ভাস্কর
[৫] এক জীবনে যথেষ্ট পেয়েছেন অমিতাভ, সাফল্যের সঙ্গে পেশাদার ইনিংস খেলেছেন। এখন তার মর্যাদাপূর্ণ অবসরে যাওয়ার সময়।
[৬] নিজের অবসরের কথাও বললেন সালমানের খানের বাবা। আমি হাঁটতে গিয়ে যাদের সঙ্গ পাই, তারাই আমার বর্তমান। আর তাদের কেউই সিনেমা জগতের নন।