শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০২:২৯ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফটে ৮ বাংলাদেশি ক্রিকেটার

মাহিন সরকার : [২] শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) মাঠে গড়াবে ডিসেম্বরে, টুর্নামেন্টের দ্বিতীয় আসরের জন্য চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। তারই অংশ হিসেবে এ মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্লেয়ার্স ড্রাফট, টুর্নামেন্টে খেলার জন্য নাম নিবন্ধন করেছে ৩৭৭ বিদেশি ক্রিকেটার।

[৩] যদিও ড্রাফটে সবার নাম থাকবে না, যাচাই-বাছাই করে চ‚ড়ান্ত করা হচ্ছে বিদেশি ক্রিকেটারদের তালিকা। যেখানে আছে বাংলাদেশের ৮ ক্রিকেটারের নামও, সর্বোচ্চ ১৯ জন ক্রিকেটার আছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। এলপিএলের ড্রাফটে থাকা ৮ বাংলাদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন আর তাসকিন আহমেদরা ছাড়াও তালকায় আছেন মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, সোহাগ গাজী, শফিউল ইসলাম ও ইমরুল কায়েস।

[৪] যদিও টুর্নামেন্টে বাংলাদেশি সব ক্রিকেটারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। সেই সফরে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলবে বাবর আজমরা, একদম কাছাকাছি সময়ে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা।

[৫] যে কারণে জাতীয় দলে নিয়মিত ক্রিকেটাররা খেলতে পারবেন না এলপিএলে, তবে সোহাগ গাজী, শফিউল ইসলাম, ইমরুল কায়েসদের মতো ক্রিকেটারদের এই টুর্নামেন্টে খেলতে সমস্যা থাকবে না।

[৬] প্লেয়ার্স ড্রাফটে সর্বোচ্চ ১৯ ক্রিকেটার থাকছে ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় সর্বোচ্চ ১৮ ক্রিকেটার আছেন পাকিস্তানের। ইংল্যান্ডের ১১ ও দক্ষিণ আফ্রিকার ৮, এছাড়া ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ের ক্রিকেটাররাও থাকছেন প্লেয়ার্স ড্রাফটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়