শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০২:২৯ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফটে ৮ বাংলাদেশি ক্রিকেটার

মাহিন সরকার : [২] শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) মাঠে গড়াবে ডিসেম্বরে, টুর্নামেন্টের দ্বিতীয় আসরের জন্য চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। তারই অংশ হিসেবে এ মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্লেয়ার্স ড্রাফট, টুর্নামেন্টে খেলার জন্য নাম নিবন্ধন করেছে ৩৭৭ বিদেশি ক্রিকেটার।

[৩] যদিও ড্রাফটে সবার নাম থাকবে না, যাচাই-বাছাই করে চ‚ড়ান্ত করা হচ্ছে বিদেশি ক্রিকেটারদের তালিকা। যেখানে আছে বাংলাদেশের ৮ ক্রিকেটারের নামও, সর্বোচ্চ ১৯ জন ক্রিকেটার আছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। এলপিএলের ড্রাফটে থাকা ৮ বাংলাদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন আর তাসকিন আহমেদরা ছাড়াও তালকায় আছেন মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, সোহাগ গাজী, শফিউল ইসলাম ও ইমরুল কায়েস।

[৪] যদিও টুর্নামেন্টে বাংলাদেশি সব ক্রিকেটারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। সেই সফরে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলবে বাবর আজমরা, একদম কাছাকাছি সময়ে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা।

[৫] যে কারণে জাতীয় দলে নিয়মিত ক্রিকেটাররা খেলতে পারবেন না এলপিএলে, তবে সোহাগ গাজী, শফিউল ইসলাম, ইমরুল কায়েসদের মতো ক্রিকেটারদের এই টুর্নামেন্টে খেলতে সমস্যা থাকবে না।

[৬] প্লেয়ার্স ড্রাফটে সর্বোচ্চ ১৯ ক্রিকেটার থাকছে ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় সর্বোচ্চ ১৮ ক্রিকেটার আছেন পাকিস্তানের। ইংল্যান্ডের ১১ ও দক্ষিণ আফ্রিকার ৮, এছাড়া ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ের ক্রিকেটাররাও থাকছেন প্লেয়ার্স ড্রাফটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়