শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০১:১৯ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধ ক্ষুদ্র ঋণের নামে বাংলাদেশে চীনভিত্তিক অন্তত দশটি অ্যাপ

মাসুদ আলম : [২] অ্যাপভিত্তিক সুদের কারবার থেকে আয়ের টাকা অন্য বৈধ প্রতিষ্ঠানের মুনাফা হিসেবে দেখিয়ে চীনসহ একাধিক দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। ৩ থেকে ৭ দিনের জন্য দেওয়া হয় এসব ঋণ। রাজধানীর বারিধারা, বনানী, ধানমন্ডি ও মিরপুরে থেকে গ্রেপ্তার চীনা নাগরিকসহ ৫ জনকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে আসে। একেকটি অ্যাপ বাংলাদেশ থেকে ডাউনলোড হয়েছে এক লাখ থেকে দশ লাখ বার।

[৩] ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেছেন, চক্রটি স্বল্প আয়ের লোকজন এবং বেকার ছাত্র-ছাত্রীদের টার্গেট করে। নিবন্ধনের পর ব্যবহারকারীর মোবাইল ফোনের সব নম্বর ও ছবির নিয়ন্ত্রণ নিয়ে নেয় অ্যাপ কোম্পানিগুলো। কেউ সময় মতো অর্থ পরিশোধে ব্যর্থ হলে ওই ফোন নম্বর ও ছবিতে প্রবেশের সুযোগ নিয়ে ঋণগ্রহীতাকে অপদস্তও করা হয়।

[৪] ডিবির গোয়েন্দা বিভাগের ডিসি মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, বাঙালীর ওপর একটা স্টিমরোলার চালানোর মতো এবং বাংলাদেশে যে বিদ্যমান আইন, সম্পূর্ণরূপে তার বিপরীত। এরমধ্যে মনিটরি কোন ট্রান্সফার হয়েছে কিনা, অথবা এরমধ্যে মানি লন্ডারিংয়ের কিছু আছে কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখা হবে'। ঋণ নিতে অনেকে বাধ্য হয়েই অ্যাপস ব্যবহারে তাদের নিয়ন্ত্রণে সম্মত জানান। ফলে চায়নাতে বসে চক্রটি কিন্তু ক্ষতিসাধন করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়