ওমর ফারুক লুক্স: বাংলাদেশের জনগণ ইউরোপের দুটি বিষয় সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। বিষয়গুলো হচ্ছে, [১] ইউরোপে রাজনৈতিক আশ্রয়, আর [২] ইউরোপের চিকিৎসা ব্যবস্থা। বাংলাদেশের জনগণের ধারণা- ইউরোপে রাজনৈতিক আশ্রয় মানে হচ্ছে- ইউরোপের কোনো দেশের মেহমান হয়ে যাওয়া। আর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ধারণা- ইউরোপে চিকিৎসা সম্পূর্ণ ফ্রি বা রাষ্ট্র জনগণের চিকিৎসার খরচ বহন করে। এ দুটি বিষয়ে বাঙালির ধারণা সম্পূর্ণ ভুল আর হাস্যকর এবং সম্ভবত এই বিষয়গুলো বাঙালিদের পক্ষে আর কোনোদিনও বোঝা সম্ভবই নয়।
এমনকি বছরের পর বছর ইউরোপে থেকেও অসংখ্য বাঙালি এই দুটি বিষয়ে স্পষ্ট ধারণা রাখেন না। আর ধারণা না রাখার কারণ হচ্ছে, তারা আসলে ইউরোপে থাকার অনুমতি পাননি, অথবা তারা ট্যাক্স-পেয়িং জব করেন না। আমি মাঝে মধ্যেই দেখি, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ায় ইউরোপে রাজনৈতিক আশ্রয় এবং ইউরোপের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ভুলভাল বা মনগড়া লেখা লিখে থাকেন, যা ইউরোপে আসার আগে বাঙালিদের বিভ্রান্ত করে বা ঘোরের মধ্যে রাখে। আমি ইউরোপে রাজনৈতিক আশ্রয় এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখি। আপনারা এ বিষয়ে লেখালেখি করার আগে চাইলে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করে নিতে পারেন, আমি আপনাদের এ বিষয়গুলো আন্তরিকভাবেই বুঝিয়ে বলতে পারবো। ফেসবুক থেকে