শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু আরো বলেছেন, শক্তিশালী সংগঠন করার চ্যালেঞ্জই এখন সামনে। দলের ত্যাগী, মেধাবী, কর্মঠ ও নিবেদিত নেতাকর্মীদের নিয়ে রোডম্যাপ তৈরি করার কাজ শুরু করবো।
[৩] এক সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষের ভাগ্যের উন্নয়ন চাইলে অবশ্যই নির্বাচনে যেতে হবে। তবে যদি দেশে ভোট হয় এবং সেই ভোটে যদি জনগণ মতামত প্রয়োগ করতে পারেন, তবে নিশ্চিতভাবেই জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। কারণ প্রয়াত সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শাসনামলের উন্নয়নের ধারাবাহিকতা এখনো চলমান।
[৪] মজিবুল হক চুন্নু বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই দলীয় নেতাকর্মীদের নিয়ে দেশের বেকারসমস্যা চিহ্নিতকরণ, স্বাস্থ্য ব্যবস্থাসহ শিক্ষানীতি, আইনশৃঙ্খলা,খাদ্যবস্ত্র সার্বিক অবস্থা জনগণের সামনে তুলে ধরার কাজ করবো। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলের প্রতি বিশ্বস্ত থাকাসহ নেতাকর্মীদের সমর্থন ও সহযোগিতায় দলকে শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
[৫]মজিবুল হক চুন্নু বলেন, জাপার মহাসচিব হওয়াটা আমার জন্য গৌরবের বিষয়। এটা একটা বড় দায়িত্ব। পার্টির চেয়ারম্যান আমার ওপর আস্থা রেখেছেন। এই আস্থার মর্যাদা রক্ষার চেষ্টা করব। জাতীয় পার্টিকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে। সম্পাদনা: হাসান হাফিজ