শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ১১:৪২ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'ট্রোলড হওয়া জীবনের একটা অঙ্গ', আরিয়ানকে নিয়ে মন্তব্য তাপসীর

বিনোদন ডেস্ক: মাদক কাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খান গ্রেপ্তাফতার হতেই বলিউডের প্রথম সারির অধিকাংশ তারকারাই নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। করণ জোহর, দীপিকা পাড়ুকোন, কাজল, রানি মুখার্জি, রাবিনা ট্যান্ডন, হৃতিক রোশন, সুজান খান, কঙ্গনা রানাওয়াত সকলেই নিজের বক্তব্য রেখেছেন স্পষ্টভাবে। বাংলাদেশ প্রতিদিন

এবার এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করলেন স্পষ্টভাষী ও স্পষ্টবাদী বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। কোনও কিছু না লুকিয়েই তাপসী জানালেন, তারকার সঙ্গে যুক্ত থাকলে তাদের মতো সারাজীবন ট্রোলিং সহ্য করতে হবে। এটা জীবনের একটা অঙ্গ। পাবলিক ফিগার হলে ইতিবাচক, নেতিবাচক দুই দিকই রয়েছে। এই সবটা নিয়েই বাঁচতে হবে।

সাক্ষাৎকারে তাপসী বলেন, মাঝে মধ্যে নেতিবাচক দিকটারও মুখোমুখি হতে হয়। এমন একটা বিষয়ে অফিশিয়াল ট্রায়ালের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া থাকলে বিশেষ কিছু নিয়ে ভাবার কোনও কারণই নেই। আমার মনে হয় আরিয়ান যে পরিবার থেকে এসেছে, সেই লেভের স্টারডমের সঙ্গে এই ধরনের নিরীক্ষণ থাকবে। আমি নিশ্চিত তারা জানেন এই ঘটনায় চারদিক থেকে কেমন প্রতিক্রিয়া আসবে।
তাপসী আরও বলেন, সমাজ তো অনেক কিছুই বলতে থাকবে। কিন্তু যতক্ষণ দেশের আইন মেনে সব রকম আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে আরিয়ান বা তার পরিবার তৈরি, ততক্ষণ অন্য কিছু নিয়ে ভাবার কোনও কারণ নেই। আজ মানুষ একরকম কথা বলছেন, কাল আরেক রকম ব্যাখ্যা করবেন। আবার পরশু সম্পূর্ণ অন্য সুরে কথা বলবেন। তাই কে কী বলল সেটা একদমই গুরুত্বপূর্ণ নয়। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগাল প্রসিডিংস।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়