শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ১০:২৯ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ৫ কোটি ২০ লাখ টাকার ক্রিস্টাল মেথ আইসসহ আটক ১

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথ আইসসহ মোঃ ইদ্রিস(৪০)নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ।

[৩] রোববার (১০ অক্টোবর) ভোররাতে সদর ইউপি ছোট হাবিরপাড়া অস্থায়ী নিজ বসত ঘর থেকে আইসসহ তাকে আটক করা হয়।

[৪] এসময় অভিযান চালিয়ে ৫ কোটি ২০ লাখ টাকার মূল্য মানের ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ উদ্ধার করা হয়।

[৫] আটক ইদ্রিস নাজির পাড়া এলাকার মৃত আজিজুর রহমান প্রকাশ আজিরানের ছেলে।

[৫] রোববার এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান।

[৬] তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউপি ছোট হাবিরপাড়া এক বসত বাড়িতে ক্রিস্টাল মেথ আইস বিক্রির উদ্দেশ্য মজুদ রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের এস আই নকিবুল্লাহ নেতৃত্বে একটি চৌকষ টিম অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরে ধৃতকে জিজ্ঞাসাবাদে তার তথ্য মতে নিজ বসত বাড়ির কক্ষে বাঁলিশের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আইসের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা।

[৬] তিনি আরো জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়