শিরোনাম
◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ◈ পাইপলাইনে আবার দুর্ঘটনা, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ ◈ সরকার দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ◈ ফ্ল্যাট–প্লট কিনতে ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ, কে পাবেন, কীভাবে পাবেন ◈ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’ ◈ স্ত্রীর হাত-পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ গণভোট নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণার নির্দেশ ◈ ৪ মার্কিন মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয় নি ভারত ◈ বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০৯:২৩ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেলেদের হামলায় খোয়া যাওয়া আনসার সদস্যের অস্ত্র উদ্ধারের আশা ছেড়ে দিলেন ইউএনও

মাজহারুল ইসলাম: [২] বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে খোয়া যাওয়া ওই অস্ত্র দুদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল চেষ্টা করেও অস্ত্রটি উদ্ধার করতে পারেনি। তাই শনিবার বিকেল ৫টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন মাসুদ। ঢাকা পোস্ট

[৩] জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্পিডবোটে দুজন আনসার সদস্যকে নিয়ে গত শুক্রবার সকাল ৮টার দিকে গজারিয়া নদীতে অভিযান শুরু করেন। ওই সময় দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সিকদারের ঘাট এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা জেলেদের একটি ট্রলার ইউএনওকে বহনকারী স্পিডবোটকে সজোরে ধাক্কা দেয়। এতে নিরাপত্তাকর্মী আনসার সদস্য তুহিন এবং ইব্রাহিম ছিটকে নদীতে পড়লে তুহিনের হাতে শর্টগানটি নদীতে পড়ে যায়।

[৪] ইউএনও শাহাদাত হোসেন মাসুদ জানান, গজারিয়া নদীটি স্রোতস্বিনী। ডুবুরিরা জানিয়েছেন, নদীর তলদেশে অসংখ্য ডুবোচর। তাছাড়া প্রবল স্রোতের কারণে তারা নদীর তলদেশে দাঁড়াতেই পারেননি। ফলে পড়ে যাওয়া অস্ত্রটি উদ্ধার অভিযান সমাপ্ত করতে হয়েছে।

[৫] ইউএনও আরো বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেই উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। তবে পরবর্তীতে অস্ত্রটি উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। এছাড়া হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

[৬] মেহেন্দীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়