শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০২:১৩ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুজিস্তা নূর-ই নাহারিন: আসলেই কি পানীয়তে সোনার ছাই মিশ্রিত থাকলে রূপ-যৌবনের শ্রী বৃদ্ধি করে?

খুজিস্তা নূর-ই নাহারিন : মাত্রাতিরিক্ত মেটাল শরীরের জন্য হানিকারক। আমাদের গ্রামের কালুর মা এই ৬০ বছর বয়সেও সারাদিন কাজ শেষে নদীতে সাঁতার কেটে গোসল করে। সোনা খাওয়া তো দূরের কথা শরীরে কোনোদিন সোনার গহনাও পরেনি। মেদহীন শরীর মেকআপবিহীন মুখ, তবুও সে এখনো এতো রূপবতী কী করে? আপনারা পানি আর খাবার খাওয়া বাদ দিয়ে সোনা আর হীরা খান আর আমরা প্রকৃতি প্রদত্ত খাবার খাই। গাঁজাখোরি গল্পেরও একটা লিমিট আছে। চিলে কান টেনে নিয়ে গেছে ভেবে বুদ্ধি বিবেচনা না করে কেবলই চিলের পেছনে ছুটে চলা।

মানুষের শরীরে মেটালের পরিমাণ বেশি হলে কিডনি, লিভারসহ শরীরের সমস্ত ইন্টারনাল অর্গান নষ্ট হয়ে যাওয়ার কথা। এই সাধারণ জ্ঞানের জন্য চিকিৎসক হওয়ার প্রয়োজন নেই। মাটি আর আমাদের শরীরে একই রাসায়নিক দ্রব্য আর খনিজ পদার্থের সংমিশ্রণ আছে বলে বলা হয়, ‘মাটির এই শরীর মাটিতেই বিলীন।’ লাশ পচে সোনা পড়ে থাকলে একটি লাশও কেউ পুড়িয়ে ফেলতো না কিংবা কবর দিতো না, সোনা আহরণের জন্য অপেক্ষা করতো। সোনার ছাই মিশ্রিত পানি পানের মিথ্যা সংবাদে সয়লাব পুরো নেট দুনিয়া। কেউ ভেবে দেখার প্রয়োজন অনুভব করছেন না পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কী হতে পারে? শরীরে স্বর্ণের উপাদান আছে এমনটি কোনোদিন শুনিনি।

সোনা আসলে শরীরে কী কাজে লাগে জানা থাকলে জানাবেন। কারণ এসিড ছাড়া সোনা গলানো সম্ভব নয়। যতোদূর জানি ফ্রান্স এবং ফিজির ডিপ সিতে ইলেকত্রলাইসিস প্রক্রিয়ায় প্রাপ্ত হাইলি অক্সিজেনেটেড অ্যালকালাইন ওয়াটার। কিন্তু পানির রাসায়নিক সংকেত তো ঐ২ঙ. অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একটি অক্সিজেন পরমাণুর সংমিশ্রণ। জাপানে সোনার বোতল এবং ডিজাইনের কারণে এতো দাম, শুধু শুধু। আমরা চাইলে প্রাকৃতিক ঝর্ণার মাঝেও বিশুদ্ধ এই পানি পেতে পারি বলে বিশ্বাস করি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়