শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঠান ছবির কাজ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত, ছেলের সমস্যা মিটলেই ফিরবেন শাহরুখ

বিনোদন ডেস্ক: কঠিন সময় পার করছেন বলিউড কিং শাহরুখ খান ও তার পরিবার। মাদককাণ্ডে গ্রেফতার তার বড়ছেলে আরিয়ান খান বর্তমানে নার্কোটিকস কনট্রোল ব্যুরোর হেফাজতে রয়েছে। কবে নাগাদ জামিন মিলবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। এমন পরিস্থিতিতে শাহরুখ পরিবারের একমাত্র ইস্যু হয়ে দাঁড়িয়েছে আরিয়ানের মুক্তি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শাহরুখ এরই মধ্যে তার ‘পাঠান’ ছবির কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন। বলা হচ্ছে, ছেলের সমস্যা মিটলেই তিনি কাজে ফিরবেন। আরিয়ান যখন আটক হন, তখন শাহরুখ মুম্বাইয়ে অবস্থান করছিলেন। ছিলেন খ্যাতিমান তামিল পরিচালক অ্যাটলি কুমারের ‘লায়ন’ সিনেমার শুটিংয়ে। দক্ষিণ মুম্বাই হাসপাতাল ও কুম্বল্লা হিলের বিডি পেটিট পার্সি জেনারেল হাসপাতালে সিনেমাটির শুটের শিডিউল ছিল ১০ দিনের। সেই শুটিং বলিউড বাদশাহ স্থগিত করলেও সিনেমাটির শুট চলছে।

এদিকে, ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি-র হেফাজতেই কাটাতে হবে আরিয়ানকে। এমন সময়ে ছবির শুটিংয়ে যে একেবারেই মন বসাতে পারবেন না শাহরুখ খান তা আর নতুন করে বলার কী আছে? এ কথাই মাথায় রেখে পিছিয়ে দেওয়া হল শাহরুখ ও দীপিকা পাড়ুকোনের পাঠান ছবির শুটিং।

উল্লেখ্য, শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা হয়েছিল ২০১৭ সালের ‘জিরো’ ছবিতে। তারপর ২০২২ সালের ১৫ আগস্ট ফের অনুরাগীদের সামনে নতুন চরিত্র নিয়ে আসবেন তিনি এমনই কথা ছিল। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেল শাহরুখ-পুত্র আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর। গত রবিবার বিকেলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মাদক-কাণ্ডে তারকা-সন্তানকে নিজেদের হেফাজতে নিয়েছে। আনন্দবাজার পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়