শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রৌমারীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

সৌরভ ঘোষ: [২] কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাক্টরের (কাঁকড়া) চাকায় পিষ্ট হয়ে মতিয়ার রহমান (৪০) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে।

[৩] শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের ঝগড়ারচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহত কাঁকড়ার হেলপার মতিয়ার রহমান উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর এলাকার আছিম উদ্দিনের ছেলে।

[৫] স্থানীয়রা জানান, আজ সকালে টেকানি গ্রামের এনামুলের ছেলে নুরে জালালের ট্রাক্টর দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকার হলহলিয়া নদী থেকে বালু আনার উদ্দেশ্যে যান টেকানি গ্রামের জব্বার আলীর ছেলে ড্রাইভার আ. রহিম ও হেলপার মতিয়ার রহমান।

[৬] এসময় ঝগড়ারচর নামক স্থানে ওই ট্রাক্টর থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৭] রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুহা. আরিফ হোসেন জানান, তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। অন্যত্র নেওয়ার আগেই তিনি মারা যান।

[৮] রৌমারী থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বলেন, এ ঘটনায় মামলা করবেন না বলে নিহতের বাবা থানায় লিখিত দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়