দেব দুলাল মুন্না: "কোথায় বেশ্যাবৃত্তি শেষ হয় এবং বিয়ে'র সৌন্দর্য শুরু হয় ? "
বেশ্যাবৃত্তির বিরুদ্ধে লড়াইয়ের পথ বিচরাইছেন এই প্রশ্ন করে আলেকজান্দ্রা কলোনতাই ।
বিয়ের সৌন্দর্য্য কী সোনালী কাবিন ?
কাবিন কখনো সোনালী হয় না । কারণ এইটা শর্তনামা ।
এইটা সবসময়ই কর্কশ এবং কালো ।
অালেকজান্দ্রা কলোনতাই বিয়ে ও বেশ্যাবৃত্তি'তে বড়ো রকমের কোন ফারাক দেখেন নাই । কারণ দুইটাই শর্তাধীন । তাই বেশ্যাবৃত্তির বিরুদ্ধে লড়তে হইলে বিবাহপ্রথা'র বিরুদ্ধেও লড়তে হবে এই তার মত । বোমা বিস্ফোরণের মতো কথা । কিন্তু আমি তার মত'কে সমর্থন করি ।