ফাহমিদুল কবীর:[২] বৃহস্পতিবার এক ঘোষণায় দেশটির সংস্কৃতি ও পর্যটন অধিদপ্তর বলেছে, সবুজ তালিকাভূক্ত দেশ থেকে বাদ যাচ্ছে রোমানিয়া। কিন্তু তালিকায় যুক্ত হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ মোট ২৭ টি দেশ। আল আরাবিয়া
[৩] সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত, করোনা টিকার ডোজ গ্রহণকরীদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিন পরিহার করেছে। কিন্তু দেশে প্রবেশের ৪৮ ঘন্টার মধ্যেই করোন পরীক্ষা করাতে হবে ভ্রমণকারীদের। আরও একটি করোনা পরীক্ষা করাতে হবে ভ্রমণের ছষ্ঠ দিনে।
[৪] করোনা মহামারির প্রকোপ কমার কারনে এসব দেশগুলোকে সবুজ তালিকায় স্থান দেয়া হয়েছে।
[৫] যেসকল ভ্রমণকারীরা করোনা টিকা গ্রহণ করেননি তাদের আমিরাতে প্রবেশ করেই করোনা পরীক্ষা করাতে হবে ও ভ্রমণের চতুর্থ ও অষ্টম দিনে আবারো কারোনা পরীক্ষার সম্মুখীন হতে হবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল