সালেহ্ বিপ্লব: [২] বরফ- খেলার এই আন্তর্জাতিক আসর বসবে কাশ্মীরের গিলগিট-বালতিস্তান অঞ্চলের পাহাড়ে পাহাড়ে। আদার সাইড পাকিস্তান
[৩] পর্যটন সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ এই গেমস। বিদেশি দর্শক টানতে চায় প্রথম আসর থেকেই।
[৪] একজন শীর্ষ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, জার্মানি এবং কানাডার ক্রীড়াবিদরা ইতোমধ্যেই অংশগ্রহণ নিশ্চিত করেছেন ।
[৫] বিস্তীর্ণ পাহাড়কে মুড়িয়ে রাখা বরফে অনুষ্ঠিতব্য ইভেন্ট: আইস হকি, বরফ ফুটবল, স্নোবোর্ডিং, অ্যাল্পাইন স্কিং, ডাউনহিল স্কিং, স্নো জাম্পিং এবং রিভার রাফটিং ।