মাকসুদ রহমান: [২] ইব্রাহিম রাইসি জানিয়েছেন, তিনি যৌথ সহায়তা বৃদ্ধিতে আগ্রহী। জাপান ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী হলে সেটা স্থানীয় এবং বৈশ্বিক শান্তিকেও স্থায়ী করবে। পার্স টুডে
[৩] জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদা দায়িত্বগ্রহণ করার পর তাকে নিজের এবং ইরানের পক্ষ থেকে অভিনন্দন জানান রাইসি।
[৪] সোমবার দায়িত্ব নিয়েই নতুন মন্ত্রীসভা গঠন করেন কাশিহিদা। এর আগে কোভিড মোকবেলায় সমালোচনার মুখে পড়ায় দায়িত্ব থেকে অব্যাহতি নেন ইয়ুশিহিদা সুগা। আগামী এক মাসের মাঝে নতুন পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন কিশিদা। সম্পাদনা:সাকিবুল আলম