অহিদ মুুকুল: [২] দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় কাদের বাবুল (৩৮) নামের নোযাখালীর প্রবাসি এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ওয়েস্টার্ন ক্যাপের উমঝুমখোলো শহরে এ দুর্ঘটনা ঘটে।
[৩] নিহত আবদুল কাদের বাবুল নোয়াখালীর চাটখিল উপজেলার ২নং রামনারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা।
[৪] দক্ষিণ আফ্রিকা প্রবাসী জাহাঙ্গীর জানান, মঙ্গলবার সকালে উমঝুমখোল শহর থেকে দোকানের প্রয়োজনীয় মালামাল ক্রয় করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় বাবুল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল ৯টায় তার মৃত্যু হয়।