রাশিদুল ইসলাম : [২] আফগানিস্তান যুদ্ধ শেষ ও মার্কিন সেনা প্রত্যাহারের পরও দেশটির নাগরিকরা মনে করছেন তালিবানরা শাসনে এলেও সেনা সরিয়ে আনার সিদ্ধান্ত সঠিক নয়। কুইনিপিয়াক বিশ^বিদ্যালয়ের এক জরিপে ২৮ শতাংশ মার্কিনী সেনা পুরোপুরি প্রত্যাহার সঠিক মনে করলেও ৫০ শতাংশ বলছেন কিছু সেনা অন্তত রাখা উচিত ছিল।
[৩] তিন সপ্তাহ আগে কুইনিপিয়াকের আরেক জরিপে ৬৯ শতাংশ মার্কিনী, ৯০ শতাংশ ডেমোক্রেটস ও ৪৮ শতাংশ রিপাবলিকান বলেছিল আফগান যুদ্ধ শেষ যথাযথই হয়েছে।
[৪] পিউ রিসার্চের জরিপে যুদ্ধ শেষের পক্ষেই মত পাওয়া গিয়েছিল।
[৫] কুইনিপিয়াকের বিশ্লেষক টিম ম্যালয় বলছেন আফগানিস্তান পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে মার্কিনীদের মতও পাল্টে যাচ্ছে।
[৬] জরিপে বাইডেনের কাজের প্রতি হতাশা আগের ৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮ শতাংশে।