শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০১:১১ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব ভাইয়া খুবই ভালো একজন অভিনেতা: পূজা চেরী

ইমরুল শাহেদ: ঢাকার চলচ্চিত্রের উঠতি নায়িকা পূজা চেরী কাজ শুরু করেছেন এসএ হক অলিক পরিচালিত ও অনুদানের অর্থ সহযোগিতায় নির্মিত ‘গলুই’ ছবিতে। বর্তমানে ছবিটির শুটিং হচ্ছে ঢাকার বাইরে নদী-খাল-বিলে। গ্রামীণ পটভূমিকায় নির্মিত এই ছবিটির লোকেশনের ‘বিহাইন্ড দ্যা সিন’ ইতোমধ্যেই শাকিব খান ও প্রযোজক খোরশেদ আলম খসরুর ইউটিউব চ্যানেলে ছড়িয়ে পড়েছে। শাকিব খান ছবিটিতে ‘লালু’ নামে গ্রামের একটি তারুণ্যদীপ্ত চরিত্রে অভিনয় করছেন।

এ ছবিতে পূজার বিপরীতে রয়েছেন শাকিব খান। তিনি শাকিবের সঙ্গে কাজ করার জন্য নিজের ওজন বাড়িয়েছেন পাঁচ কেজি। গলুই নিয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘এই সিনেমায় আমি ধনী পরিবারের এক মেয়ের চরিত্রে অভিনয় করছি। এর জন্য নিজেকে অনেক পরিবর্তন করতে হয়েছে। তাছাড়া শাকিব খানের মতো তারকা শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও চমৎকার।’ তিনি আরও বলেন, ‘শাকিব ভাইয়া খুবই ভালো একজন অভিনেতা। সহশিল্পী হিসেবেও দারুণ। খুব সাপোর্টিভ। বেশ উপভোগ করছি ‘গলুই’র কাজ।’ শাকিব খানের সঙ্গে এটাই তার প্রথম কাজ। এর আগে তিনি ‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। যদিও ছবিটি তেমন একটা ব্যবসা করেনি। অর্থাৎ ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি।

তার সঙ্গে ছিলেন নায়ক সাইমন। জাকির হোসেন রাজু পরিচালিত পোড়ামন ছবিটি জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ব্যাপক আলোচনারও সৃষ্টি করেছে। কিন্তু ‘পোড়ামন ২’ তেমন একটা নাড়া দিতে পারেনি। আসলে সিক্যুয়াল ছবি এদেশের দর্শকের মনে তেমন একটা রেখাপাত করে না। দর্শক যা দেখে তা পুরোপুরিই দেখতে চায়। দর্শকের এই মনস্তাত্ত্বিক বিষয়টি পরিহার হতে সময়তো লাগবেই। তবে তারা চলচ্চিত্রে নতুন কিছুও আশা করেন। ‘গলুই’ সিনেমার আগে ‘হৃদিতা’র কাজ শেষ করেছেন পূজা। এছাড়া তার অভিনীত ‘শান’, ‘জ্বীন’, ‘সাইকো’সহ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়