মহসীন কবির:[২] যাত্রীদের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফ্লাইট উদ্বোধন করেন। যমুনা টিভি
[৩] উদ্বোধনী দিনে বিমানের যাত্রীদের জন্য সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর শহর এবং রংপুর-দিনাজপুর শহর থেকে সৈয়দপুর বিমানবন্দর যন্ত্র বিনামূল্যে এসি কোচ সার্ভিস দেওয়া হবে। রংপুর শহরের পর্যটন মোটেল এবং দিনাজপুর জেলার পুরোনো বিমান কার্যালয় প্রেসক্লাব কালিতলা পর্যন্ত বিমানের বিনামূল্যে সার্ভিস দেওয়া হবে। পূর্বপশ্চিমডটকম
[৪] গত ১৪ জুলাই বাংলাদেশ বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বিমানের এ নতুন রুটটি পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোকে আকাশপথে সংযুক্ত করবে। এর মাধ্যমে দেশীয় পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এবং দেশের উত্তর অঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের সেতুবন্ধন তৈরি হবে। অঞ্চল দুটির মধ্যে পর্যটন শিল্পের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতেও সাহায্য করবে বিমানের এ ফ্লাইট।