শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বাচলে ‘শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম’ নির্মাণে কনসালটেন্ট নিয়োগে টেন্ডার, কাজ শুরু ডিসেম্বরে

সুজিৎ নন্দী: [২] রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কনসালটেন্ট নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে। করোনার কারণে প্রায় দেড় বছর পিছিয়ে গেছে। টেন্ডারে অংশ গ্রহণকারীদের বিষয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় ২৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

[৩] দ্রুতই কনসালটেন্ট কোম্পানিকে কার্যাদেশ দেয়া হবে। এরই মধ্যে টিনের বেড়া দিয়ে ক্রিকেট স্টেডিয়ামের সীমানা চিহ্নিত করেছে। রাজউকের চেয়ারম্যান বলেন, জমি বুঝিয়ে দেয়া হয়েছে। বিসিবি কাজ শুরু করবে। তবে সার্বিক প্রক্রিয়ার সঙ্গে রাজউক যুক্ত থাকবে।

[৪] বিসিবির উদ্ধতন কর্মকর্তা জানান, মূলত কাজ শুরু হয়ে গেছে। বিসিবির বোর্ড সভায় কনসালটেন্ট নিয়োগ চূড়ান্ত করে কার্যাদেশ দেয়া হবে।

[৫] বিসিবির একটি সূত্র জানায়, সাড়ে ৩৭ একর জমিতে একটি স্টেডিয়াম, অনুশীলনের জন্য একাডেমি ও পাঁচতারা মানের একটি হোটেল রাখার পরিকল্পনা আছে। এরই মধ্যে নকশা তৈরির কাজও শেষ হয়েছে। তবে ডিসেম্বর থেকে কাজ শুরু হবে।

[৬] বিসিবির স্টেডিয়ামের একজন প্রকৌশলী জানান, নিরাপত্তার জন্য একটি আনসার অফিসের কাজ অব্যাহত রয়েছে। বিসিবির কর্মকর্তা ও পরিচালকরা মাঝে মাঝে আসেন।

[৭] গত সেপ্টেম্বরে শেষ সপ্তাহে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পূর্বাচল প্রকল্পের ১ নম্বর সেক্টরে মূল সড়কের দক্ষিণ দিকে টাঙানো আছে বড় সাইনবোর্ড। প্রায় ৩৭ দশমিক ৫০ একর জমিতে তৈরি করা হয়েছে টিনের বেড়া।

[৮] টিনের বেড়ায় ‘শেখ হাসিনা স্টেডিয়াম’ লেখা রয়েছে একটু পর পর। নারায়ণগঞ্জের ভোলানাথপুর মৌজার ওই জমিতে টিনের বেড়া দেয়া হলেও গাছপালা আর লতাপাতায় পূর্ণ পুরো জমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়