শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বাচলে ‘শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম’ নির্মাণে কনসালটেন্ট নিয়োগে টেন্ডার, কাজ শুরু ডিসেম্বরে

সুজিৎ নন্দী: [২] রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কনসালটেন্ট নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে। করোনার কারণে প্রায় দেড় বছর পিছিয়ে গেছে। টেন্ডারে অংশ গ্রহণকারীদের বিষয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় ২৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

[৩] দ্রুতই কনসালটেন্ট কোম্পানিকে কার্যাদেশ দেয়া হবে। এরই মধ্যে টিনের বেড়া দিয়ে ক্রিকেট স্টেডিয়ামের সীমানা চিহ্নিত করেছে। রাজউকের চেয়ারম্যান বলেন, জমি বুঝিয়ে দেয়া হয়েছে। বিসিবি কাজ শুরু করবে। তবে সার্বিক প্রক্রিয়ার সঙ্গে রাজউক যুক্ত থাকবে।

[৪] বিসিবির উদ্ধতন কর্মকর্তা জানান, মূলত কাজ শুরু হয়ে গেছে। বিসিবির বোর্ড সভায় কনসালটেন্ট নিয়োগ চূড়ান্ত করে কার্যাদেশ দেয়া হবে।

[৫] বিসিবির একটি সূত্র জানায়, সাড়ে ৩৭ একর জমিতে একটি স্টেডিয়াম, অনুশীলনের জন্য একাডেমি ও পাঁচতারা মানের একটি হোটেল রাখার পরিকল্পনা আছে। এরই মধ্যে নকশা তৈরির কাজও শেষ হয়েছে। তবে ডিসেম্বর থেকে কাজ শুরু হবে।

[৬] বিসিবির স্টেডিয়ামের একজন প্রকৌশলী জানান, নিরাপত্তার জন্য একটি আনসার অফিসের কাজ অব্যাহত রয়েছে। বিসিবির কর্মকর্তা ও পরিচালকরা মাঝে মাঝে আসেন।

[৭] গত সেপ্টেম্বরে শেষ সপ্তাহে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পূর্বাচল প্রকল্পের ১ নম্বর সেক্টরে মূল সড়কের দক্ষিণ দিকে টাঙানো আছে বড় সাইনবোর্ড। প্রায় ৩৭ দশমিক ৫০ একর জমিতে তৈরি করা হয়েছে টিনের বেড়া।

[৮] টিনের বেড়ায় ‘শেখ হাসিনা স্টেডিয়াম’ লেখা রয়েছে একটু পর পর। নারায়ণগঞ্জের ভোলানাথপুর মৌজার ওই জমিতে টিনের বেড়া দেয়া হলেও গাছপালা আর লতাপাতায় পূর্ণ পুরো জমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়