মাকসুদ রহমান: [২] প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে ফারিস্তা (ছদ্মনাম) নামের ২৭ বছর বয়সী এক নারী আইনজীবী। সন্ত্রাসী কার্যকলাপ, তালিবানের কট্টর নীতি, আমলাতান্ত্রিক দুর্নীতি এবং নারী ও শিশুদের ওপর হামলা প্রতিরোধে কাজ করেছেন ফারিস্তা। বিবিসি
[৩] মুহাম্মদ গুল নামের এক ব্যক্তির আত্মঘাতী হামলার পরিকল্পনাকে আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণ করেছেন তিনি। আদালত, গুলকে ২০ বছরের সাজা দেয়। তালিবান ক্ষমতা দখলের পর মুক্ত হয়ে ফারিস্তাকে ফোনে হত্যার হুমকি দেয় গুল।
[৪] ফারিস্তার কয়েকজন সহকর্মী বলেন, তালিবান মূলত নারীদের আইন বিভাগে চাকরির সুযোগ দিতে চায়ন না। তালিবান ক্ষমতা দখলের পর থেকে নিরাপত্তার জন্য পালিয়ে বেড়ানো এই আইনজীবী পাচ্ছেন না কোনো বেতন। সম্পাদনা:সাকিবুল আলম