শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জরায়ু-মুখ ক্যান্সার বাংলাদেশে নারী মৃত্যুর অন্যতম কারণ: বিএসএমএমইউ’র উপাচার্য

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি ও জরায়ু ক্যান্সার নির্ণয়ক এইচপিভি ল্যাব এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এ মন্তব্য করেন।

[৩] ‘আমাদের অঙ্গীকার, থাকবে না আর জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার, নিরাপদে থাকবে নারী, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার বিএসএমইউ’র এফ ব্লকে এইচপিভি ল্যাবের উদ্বোধনী করেন তিনি।

[৪] তিনি বলেন, জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ডিএনএ টেস্টের ভূমিকা অনস্বীকার্য। নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা ও নারীদের মৃত্যুর হার কমিয়ে আনা, মহিলাদের জরায়ু মুখ ক্যান্সারের ঝুঁকি কমানোর উদ্দেশ্যে কার্যকরভাবে জরায়ু-মুখ ক্যান্সার নির্ণয়ের লক্ষ্যে এইচপিভি ল্যাবের স্থাপন করা হয়েছে।

[৫] এর আগে ডা. শারফুদ্দিন আহমেদ বি ব্লকের গোলচক্করে বেলুন উড়িয়ে ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের হাতে ফুল দিয়ে এবং উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালির উদ্বোধন করেন। গর্ভাবস্থায় অথবা জন্ম পরবর্তীকালে শিশুদের মস্তিস্ক গঠনের সময়ে কোন প্রকার আঘাতজনিত কারণে এই রোগ হয়ে থাকে।

[৬] অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর কন্যা বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ পুতুল অটিজমে আক্রান্ত শিশুদেরকে নিয়ে সারা বিশ্বে কাজ করে যাচ্ছেন। সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নিয়ে গেছেন। তিনি আরো বলেন, অটিজম শিশুদের ভাতা প্রদানসহ সরকারী চাকুরীতেও কোটা রাখা হয়েছে।

[৬] শিশু নিউরোলজি বিভাগে এবং ইপনাতে প্রতিদিন প্রায় ২০০ বিশেষ রোগীকে সেবা প্রদান করা হচ্ছে। সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, ইনটেলেকচুয়াল ডিসঅ্যাবিলটি ইত্যাদি সমস্যায় আক্রান্ত বিশেষ শিশুদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। উপাচার্য বলেন, বিশেষ শিশুদের যেকোনো সহযোগিতার জন্য এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদ্ধপরিকর। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়