রুবেল মজুমদার: [২] কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সবজিবাহী কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
[৩] বুধবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে কুমিল্লা-চট্টগ্রামগামী উপজেলার সুয়াগাজী বাটপারা মোরে এ দুর্ঘটনা ঘটে।
[৪] নিহতরা হলেন- উপজেলার বাটপারা গ্রামের হানিছ মিয়ার ছেলে মো. জামিন মিয়া ও একই গ্রামের লাল মিয়ার ছেলে ট্রাকচালক ফুজাল মিয়া।
[৫] সদর দক্ষিণ উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানটি কুমিল্লায় যাচ্ছিল। পথে উপজেলার সুয়াগাজী বাটপারা মোরে ওই অটোরিকশাকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সম্পাদনা: হ্যাপি