শিরোনাম
◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ১০:৪৫ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরায় সাংবাদিকে মুঠোফোনে হুমকি: থানায় জিডি

এফ এ নয়ন: [২] উত্তরায় সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেয়ায় থানায় জিডি করা হয়েছে ‌

[৩] জানা গেছে,মুঠোফোনে কল করে টাকা দাবী এবং অকথ্য ভাষায় গালাগালসহ সাংবাদিকতা করতে না দেয়ার হুমকি দেয়া হয়েছে বেসরকারী টেলিভিশন বাংলা টিভির রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমনকে।

[৪] আজ (মঙ্গলবার) সকালে সাংবাদিক মোস্তাফিজুর রহমান রুমনের ব্যক্তিগত মুঠোফোনে একটি অপরিচিত নাম্বার (০১৭১৬৬১৭১২৭) থেকে কল দিয়ে এক ব্যক্তি হুমকি প্রদান করা হয়। হুমকিদাতা নিজেকে ইয়াছিন শরীফ ওরফে আব্দুল মালেক নামে পরিচয় দিয়ে সে টাকা দাবী করে এবং টাকা নিয়ে উত্তরা ১১নং সেক্টরের ১০নং রোডের একটি বাড়ির সামনে দেখা করতে বলে। টাকা না নিয়ে আসলে দেখে নেয়ার হুমকি দেয়া হয় এই গণমাধ্যমকর্মীকে।

[৫] এবিষয়ে হুমকি দাতা ইয়াছিন শরীফ মুঠোফোনে বলেন,আমার বাড়ি গোপালগঞ্জ জেলায়।আমি উত্তরায় এক পরিচিত মামার বাসায় চাকুরি জন্য সাময়িক ভাবে উঠি।

[৬] কিন্তু বাড়িওলা আমাকে দেখে ফেলায় আমাকে এক মাসের ভাড়া ৮০০ টাকা দিতে বলেন।আমি বলি ঠিক আছে আমি ৮০০ টাকা এখনি দিব, তবে চাকরি না হলে আজকে আমি চলে যাব সেক্ষেত্রে আমার টাকা ফেরত দিতে হবে। আমার চাকুরি হয়েছে কিন্তু চাকুরি পছন্দ না হলে আমি চলে আসি‌ এরপর বাড়িওলাকে টাকা দিতে বললে আজ দিব,কাল দিব বলে তালবাহানা করে।তাই আজ ইচ্ছেমত বকা দিয়ে টাকা মাপ করে দিয়েছি। সাংবাদিক কে গালিগালাজ কেন করেছেন জানতে চাইলে বলেন আমি কোন সাংবাদিক কে গালিগালাজ করিনি।

[৭] এদিকে অকথ্য ভাষায় গালগাল, চাঁদা দাবী ও হুমকির প্রেক্ষিতে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে মোস্তাফিজুর রহমান রুমন। যার জিডি নং- ৩০৭, তারিখ- ০৫/১০/২০২১ইং।উল্লেখ্য যে, এ ঘটনার একদিন আগে (গতকাল) সোমবার একই নাম্বার থেকে তার মায়ের মোবাইলে কল দিয়ে ভয়ভীতি দেখানো হয়। আজ মঙ্গলবার তার ব্যক্তিগত মুঠোফোনে কল দিয়ে চাঁদা চেয়ে হুমকি দেয়া হয়। জিডির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তুরাগ থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়