শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ১০:৪৫ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরায় সাংবাদিকে মুঠোফোনে হুমকি: থানায় জিডি

এফ এ নয়ন: [২] উত্তরায় সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেয়ায় থানায় জিডি করা হয়েছে ‌

[৩] জানা গেছে,মুঠোফোনে কল করে টাকা দাবী এবং অকথ্য ভাষায় গালাগালসহ সাংবাদিকতা করতে না দেয়ার হুমকি দেয়া হয়েছে বেসরকারী টেলিভিশন বাংলা টিভির রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমনকে।

[৪] আজ (মঙ্গলবার) সকালে সাংবাদিক মোস্তাফিজুর রহমান রুমনের ব্যক্তিগত মুঠোফোনে একটি অপরিচিত নাম্বার (০১৭১৬৬১৭১২৭) থেকে কল দিয়ে এক ব্যক্তি হুমকি প্রদান করা হয়। হুমকিদাতা নিজেকে ইয়াছিন শরীফ ওরফে আব্দুল মালেক নামে পরিচয় দিয়ে সে টাকা দাবী করে এবং টাকা নিয়ে উত্তরা ১১নং সেক্টরের ১০নং রোডের একটি বাড়ির সামনে দেখা করতে বলে। টাকা না নিয়ে আসলে দেখে নেয়ার হুমকি দেয়া হয় এই গণমাধ্যমকর্মীকে।

[৫] এবিষয়ে হুমকি দাতা ইয়াছিন শরীফ মুঠোফোনে বলেন,আমার বাড়ি গোপালগঞ্জ জেলায়।আমি উত্তরায় এক পরিচিত মামার বাসায় চাকুরি জন্য সাময়িক ভাবে উঠি।

[৬] কিন্তু বাড়িওলা আমাকে দেখে ফেলায় আমাকে এক মাসের ভাড়া ৮০০ টাকা দিতে বলেন।আমি বলি ঠিক আছে আমি ৮০০ টাকা এখনি দিব, তবে চাকরি না হলে আজকে আমি চলে যাব সেক্ষেত্রে আমার টাকা ফেরত দিতে হবে। আমার চাকুরি হয়েছে কিন্তু চাকুরি পছন্দ না হলে আমি চলে আসি‌ এরপর বাড়িওলাকে টাকা দিতে বললে আজ দিব,কাল দিব বলে তালবাহানা করে।তাই আজ ইচ্ছেমত বকা দিয়ে টাকা মাপ করে দিয়েছি। সাংবাদিক কে গালিগালাজ কেন করেছেন জানতে চাইলে বলেন আমি কোন সাংবাদিক কে গালিগালাজ করিনি।

[৭] এদিকে অকথ্য ভাষায় গালগাল, চাঁদা দাবী ও হুমকির প্রেক্ষিতে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে মোস্তাফিজুর রহমান রুমন। যার জিডি নং- ৩০৭, তারিখ- ০৫/১০/২০২১ইং।উল্লেখ্য যে, এ ঘটনার একদিন আগে (গতকাল) সোমবার একই নাম্বার থেকে তার মায়ের মোবাইলে কল দিয়ে ভয়ভীতি দেখানো হয়। আজ মঙ্গলবার তার ব্যক্তিগত মুঠোফোনে কল দিয়ে চাঁদা চেয়ে হুমকি দেয়া হয়। জিডির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তুরাগ থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়