শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ১০:৪৫ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরায় সাংবাদিকে মুঠোফোনে হুমকি: থানায় জিডি

এফ এ নয়ন: [২] উত্তরায় সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেয়ায় থানায় জিডি করা হয়েছে ‌

[৩] জানা গেছে,মুঠোফোনে কল করে টাকা দাবী এবং অকথ্য ভাষায় গালাগালসহ সাংবাদিকতা করতে না দেয়ার হুমকি দেয়া হয়েছে বেসরকারী টেলিভিশন বাংলা টিভির রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমনকে।

[৪] আজ (মঙ্গলবার) সকালে সাংবাদিক মোস্তাফিজুর রহমান রুমনের ব্যক্তিগত মুঠোফোনে একটি অপরিচিত নাম্বার (০১৭১৬৬১৭১২৭) থেকে কল দিয়ে এক ব্যক্তি হুমকি প্রদান করা হয়। হুমকিদাতা নিজেকে ইয়াছিন শরীফ ওরফে আব্দুল মালেক নামে পরিচয় দিয়ে সে টাকা দাবী করে এবং টাকা নিয়ে উত্তরা ১১নং সেক্টরের ১০নং রোডের একটি বাড়ির সামনে দেখা করতে বলে। টাকা না নিয়ে আসলে দেখে নেয়ার হুমকি দেয়া হয় এই গণমাধ্যমকর্মীকে।

[৫] এবিষয়ে হুমকি দাতা ইয়াছিন শরীফ মুঠোফোনে বলেন,আমার বাড়ি গোপালগঞ্জ জেলায়।আমি উত্তরায় এক পরিচিত মামার বাসায় চাকুরি জন্য সাময়িক ভাবে উঠি।

[৬] কিন্তু বাড়িওলা আমাকে দেখে ফেলায় আমাকে এক মাসের ভাড়া ৮০০ টাকা দিতে বলেন।আমি বলি ঠিক আছে আমি ৮০০ টাকা এখনি দিব, তবে চাকরি না হলে আজকে আমি চলে যাব সেক্ষেত্রে আমার টাকা ফেরত দিতে হবে। আমার চাকুরি হয়েছে কিন্তু চাকুরি পছন্দ না হলে আমি চলে আসি‌ এরপর বাড়িওলাকে টাকা দিতে বললে আজ দিব,কাল দিব বলে তালবাহানা করে।তাই আজ ইচ্ছেমত বকা দিয়ে টাকা মাপ করে দিয়েছি। সাংবাদিক কে গালিগালাজ কেন করেছেন জানতে চাইলে বলেন আমি কোন সাংবাদিক কে গালিগালাজ করিনি।

[৭] এদিকে অকথ্য ভাষায় গালগাল, চাঁদা দাবী ও হুমকির প্রেক্ষিতে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে মোস্তাফিজুর রহমান রুমন। যার জিডি নং- ৩০৭, তারিখ- ০৫/১০/২০২১ইং।উল্লেখ্য যে, এ ঘটনার একদিন আগে (গতকাল) সোমবার একই নাম্বার থেকে তার মায়ের মোবাইলে কল দিয়ে ভয়ভীতি দেখানো হয়। আজ মঙ্গলবার তার ব্যক্তিগত মুঠোফোনে কল দিয়ে চাঁদা চেয়ে হুমকি দেয়া হয়। জিডির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তুরাগ থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়