সুমাইয়া মিতু: [২] ভারতের রাজধানী দিল্লিতে একটি ওভার ব্রীজের নিচে এয়ার ইন্ডিয়ার একটি বিমান আটকে পরার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। বিবিসি
[৩] প্রতিবেদন আনুযায়ী বিমানটি বাতিল হয়ে যাওয়ায় সেটি বিক্রয় করে দেওয়া হয়। বিমানটিকে স্থানান্তর করার সময় সেটি ব্রিজের নিচে আটকে পরে। স্থানান্তর করার পূর্বে পরিবহনের সুবিধার্থে বিমানটির পাখাগুলো খুলে নেওয়া হয়।
[৪] একজন সাংবাদিক ভিডিওচিত্রটি টুইট করেন এবং সেখানে এয়ার ইন্ডিয়ার একটি বিবৃতি সংযুক্ত করে দেন। বিবৃতিটিতে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া সে বিমানটিকে আর ব্যবহার করছে না।
[৫] ট্যুইটার এবং ইউটিউবে প্রকাশিত ভিডিওটি হাজার হাজার মানুষ দেখেছে এবং তাদের প্রশ্ন বিমানটি সে স্থানে কিভাবে আটকে গেল। সম্পাদনা: ফাহমিদুল কবীর