রাশিদুল ইসলাম : [২] কাবুলের মসজিদে রোববারের বিস্ফোরণে ৫ জনের মৃত্যুর কয়েক ঘন্টা পরই আইএস জঙ্গি গোষ্ঠীর একটি সেল ধ্বংস করে দিয়েছে তালিবান। তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ ট্যুইটে জানান, আইএসের সেন্টারটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার সময় সেখানে যতজন ছিল, সবাই নিহত হয়েছে। দি ওয়াল
[৩] তালিবানের অভিযান চলাকালে কাবুলে প্রচণ্ড বিস্ফোরণ, গোলাগুলির শব্দ শুনেছেন সাংবাদিকরা, প্রত্যক্ষদর্শীরাও। সোস্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ছবিতে ঘটনাস্থল থেকে বিস্ফোরণ, আগুন দেখা যাচ্ছে।
[৪] তালিবান মুখপাত্র মুজাহিদের গত সপ্তাহে মারা যাওয়া মায়ের দোওয়া মাহফিল চলছিল কাবুলের ঈদ গাহ মসজিদে। সেখানেই আচমকা বিস্ফোরণ হয়। এতে ১১ জন জখমও হয়। তিনজনকে গ্রেফতার করা হয়েছে।