রাজু চৌধুরী: [২] একটি হত্যা মামলার আসামী মোঃ জাহাঙ্গীরকে (৪৫) গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। সোমবার (৪ অক্টোবর) সিএমপির চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈনুর রহমান জানান। তদন্ত কর্মকর্তা এসআই মোঃ জাকির হোসেন সঙ্গীয় এএসআই মোঃ সাঈফ উল্লাহ অফিসারসহ ডিএমপি কদমতলী থানার অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকার কদমতলী থানাধীন জুরাইন এলাকাস্থ চেয়ারম্যান বাড়ীর মোড় হতে আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
[৩] মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ জাকির হোসেন জানান, আসামী জাহাঙ্গীর এর পিতার নাম নূর মোহাম্মদ। তিনি চান্দগাঁও থানার উত্তর মোহরা এজাহার মামার মাজার সংলগ্ন আলহাজ্ব মোঃ মশিউদুল্লার ভাড়াঘর এর বাসিন্দা এবং মোহরা ওয়াসা বালুরটাল জোবাইর হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর কারিগর। খুন হওয়া মোসাম্মৎ রোকসানা বেগম (৪০) আসামীর স্ত্রী।
[৪] আসামীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, ১ম স্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়ার ব্যাপার নিয়ে পারিবারিক কলহের জেরে ১২ আগস্ট রোকসানা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানায়, মারধর করে এবং শক্ত কাপড় গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে লাশ খাটের উপর রেখে কৌশলে পালিয়ে যায়।