মাহিন সরকার : [২] বসুন্ধরা কিংসের সাথে চুক্তি বাড়িয়েছেন দলের আরো চার ফুটবলার। তিন প্রবাসীর পাশাপাশি নাইজেরিয়া থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলেও আরো এক মৌসুম থাকছেন কিংসের ঢেড়ায়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।
[৩] গত মৌসুমে খেলা চার ফুটবলারকে ছেড়ে দিয়ে বাকি সব লোকাল ফুটবলারকে ধরে ধরে রেখেছে বসুন্ধরা কিংস। নতুন ভাবে চুক্তি বৃদ্ধি করেছে এমন আরো চার ফুটবলারের নাম প্রকাশ করেছে কিংস। তারা হলেন, এলিটা কিংসলে, ওবায়দুর রহমান নবাব, তারিক কাজী ও মাহাদী হাসান খান। গত মৌসুমর শুরুতে ফিনল্যান্ড থেকে বসুন্ধরা কিংসে আসেন রাইট ব্যাক তারিক কাজী।
[৪] বসুন্ধরা কিংসকে বিদায় জানিয়েছেন ইমন মাহমুদ বাবু, নুরুল নাইম ফয়সাল, মিতুল হাসান এবং তারেক। সম্পাদনা: এল আর বাদল